পথের দাবী – শরৎচন্দ্র চট্টোপাধ্যায় – গল্প | মাধ্যমিক বাংলা সাজেশন | Madhyamik Bengali Suggestion WBBSE with PDF | WiN EXAM

0

মাধ্যমিক বাংলা – Madhyamik Bengali

পথের দাবী - শরৎচন্দ্র চট্টোপাধ্যায় - গল্প | মাধ্যমিক বাংলা সাজেশন | Madhyamik Bengali Suggestion WBBSE with PDF | WiN EXAM

 

মাধ্যমিক বাংলা – Madhyamik Bengali অধ্যায় ভিত্তিতে প্রশ্নোত্তর  নিচে দেওয়া হল।  এবার পশ্চিমবঙ্গ মাধ্যমিক বাংলা পরীক্ষায় এই মাধ্যমিক দশম শ্রেণীর বাংলা সাজেশন ( WB Madhyamik Bengali Suggestion  | West Bengal Madhyamik Bengali Suggestion | WBBSE Board Class 10th Bengali Question and Answer with PDF file Download)  পরীক্ষার জন্য খুব ইম্পর্টেন্ট । আপনারা যারা আগামী মাধ্যমিক বাংলা পরীক্ষার জন্য মাধ্যমিক বাংলা সাজেশন  | Madhyamik Bengali Suggestion  | WBBSE Board Madhyamik Class 10th (X) Bengali Suggestion  Question and Answer খুঁজে চলেছেন, তারা নিচে দেওয়া প্রশ্ন ও উত্তর ভালো করে পড়তে পারেন। 

 

পশ্চিমবঙ্গ মাধ্যমিক দশম শ্রেণীর বাংলা নোট / সাজেশন (West Bengal WBCHSE Madhyamik Class X 10th Bengali Notes / Suggestion) | পথের দাবী – শরৎচন্দ্র চট্টোপাধ্যায় – গল্প – MCQ প্রশ্নোত্তর, এককথায় প্রশ্নউত্তর, সংক্ষিপ্ত প্রশ্নউত্তর, ব্যাখ্যাধর্মী, প্রশ্নউত্তর

 

পশ্চিমবঙ্গ মাধ্যমিক দশম শ্রেণীর বাংলা সাজেশন (West Bengal WBCHSE Madhyamik Class X 10th Bengali Notes / Suggestion) পথের দাবী – শরৎচন্দ্র চট্টোপাধ্যায় – গল্প – MCQ প্রশ্নোত্তর, এককথায় প্রশ্নউত্তর, সংক্ষিপ্ত প্রশ্নউত্তর, ব্যাখ্যাধর্মী, রচনাধর্মী প্রশ্নোত্তর এবং PDF ফাইল ডাউনলোড লিঙ্ক নিচে দেওয়া রয়েছে।

পথের দাবী – শরৎচন্দ্র চট্টোপাধ্যায় – গল্প

 

বহুবিকল্পীয় প্রশ্ন (প্রশ্নমান – ১)
সঠিক উত্তরটি নির্বাচন করো
১. পুলিশস্টেশনে প্রবেশ করে দেখা গেল সুমুখের হলঘরে মোট-ঘাট নিয়ে বসে আছে।
(ক) জনচারেক বাঙালি (খ) জনপাঁচেক বাঙালি (গ) জনছয়েক বাঙালি (ঘ) জনসাতেক বিহারি
Answer : (গ) জনছয়েক বাঙালি
২. পুলিশস্টেশনে প্রবেশ করে কে তদারক শুরু করেছেন?
(ক) জগদীশবাবু (খ) নিমাইবাবু (গ) অপূর্ববাবু (ঘ) রামদাস
Answer : (ক) জগদীশবাবু
৩. পোলিটিক্যাল সাসপেক্ট সব্যসাচী মল্লিককে হাজির করা হয়
(ক) জগদীশবাবুর সামনে (খ) অপূর্বর সামনে (গ) নিমাইবাবুর সামনে (ঘ) পুলিশ অফিসারের সামনে
Answer : (গ) নিমাইবাবুর সামনে
৪. গিরীশ মহাপাত্রের বয়স কত?
(ক) চল্লিশ বছর (খ) বিয়াল্লিশ বছর (গ) ত্রিশ-বত্রিশ বছর (ঘ) পঞ্চাশ বছরের অধিক নয়
Answer : (গ) ত্রিশ-বত্রিশ বছর
৫. বাবুটির স্বাস্থ্য গেলেও শখ কত আনা বজায় আছে?
(ক) পনেরো আনা (খ) তেরো আনা (গ) দশ আনা (ঘ) ষোলো আনা
Answer : (ঘ) ষোলো আনা
৬. গিরীশ মহাপাত্রের গায়ে কী রঙের চুড়িদার ছিল?
(ক) রামধনু রঙের (খ) সাদা রঙের (গ) জলপাই রঙের (ঘ) কালো রঙের
Answer : (ক) রামধনু রঙের
৭. গিরীশ মহাপাত্রের পায়ে কী রঙের ফুল মোজা ছিল?
(ক) হলুদ (খ) সবুজ (গ) লাল (ঘ) সাদা
Answer : (খ) সবুজ
৮. গিরীশ মহাপাত্রের হাতে কী ছিল?
(ক) বন্দুক (খ) পিস্তল (গ) বেতের ছড়ি (ঘ) লাঠি
Answer : (গ) বেতের ছড়ি
৯. “কিন্তু মেল ট্রেনটার প্রতি একটু দৃষ্টি রেখো, সে যে বর্মায় এসেছে এ খবর সত্য।”—এখানে যার কথা বলা হয়েছে তিনি
(ক) একজন বিপ্লবী (খ) গিরীশ মহাপাত্র (গ) সব্যসাচী মল্লিক (ঘ) একজন পলাতক আসামি
Answer : (ঘ) একজন পলাতক আসামি
১০. “কোন এক অদৃষ্ট অপরিজ্ঞাত রাজবিদ্রোহীর চিন্তাতেই ধ্যানস্থ হয়ে রইল।”—এই ‘রাজবিদ্রোহী’ হলেন
(ক) একজন বিপ্লবী (খ) সব্যসাচী মল্লিক (গ) গিরীশ মহাপাত্র (ঘ) এক দেশপ্রেমিক
Answer : (খ) সব্যসাচী মল্লিক
১১. অপূর্বকে প্রতিদিন টিফিনের সময় রামদাসের স্ত্রী কী পাঠাত?
(ক) কেক (খ) কলা (গ) পাউরুটি (ঘ) মিষ্টান্ন
Answer : (ঘ) মিষ্টান্ন
১২. কার ঘরে চুরি হয়ে গেছে?
(ক) অপূর্বর (খ) জগদীশবাবুর (গ) রামদাসের (ঘ) নিমাইবাবুর
Answer : (ক) অপূর্বর
১৩. চুরি হওয়ার পর সকালে কাকে খবর দেওয়া হয়েছিল?
(ক) বিধায়ককে (খ) পুলিশকে (গ) পঞ্চায়েত প্রধানকে (ঘ) সাংসদকে
Answer : (খ) পুলিশকে
১৪. রামদাসের কথায় পুলিশের কাজ কী?
(ক) চোর ধরা (খ) ডাকাত ধরা (গ) বুনো হাঁস ধরা (ঘ) পকেটমার ধরা
Answer : (গ) বুনো হাঁস ধরা
১৫. “বাবাই একদিন এঁর চাকরি করে দিয়েছিলেন।”—অপূর্বর বাবা যাঁর চাকরি করে দেন, তিনি হলেন
(ক) জগদীশবাবু (খ) এক ব্যক্তি (গ) পরিচিত এক ব্যক্তি (ঘ) নিমাইবাবু
Answer : (ঘ) নিমাইবাবু
১৬. স্টেশনমাস্টার অপূর্বকে দেশি লোক বলে কীসের মতো তাড়িয়ে দিয়েছিল?
(ক) কুকুরের মতো (খ) বিড়ালের মতো (গ) ছাগলের মতো (ঘ) ভেড়ার মতো
Answer : (ক) কুকুরের মতো
১৭. “তার লাঞ্ছনা এই কালো চামড়ার নীচে কম জ্বলে না তলওয়ারকর!” -উদ্ধৃতাংশের বক্তা
(ক) এক বিপ্লবী (খ) এক আসামি (গ) অপূর্ব (ঘ) এক মহামানব
Answer : (গ) অপূর্ব
১৮. “তাহার দুই চোখ ছলছল করে আসে।”—চোখ ছলছল করে
(ক) অপূর্বর (খ) একজন দেশপ্রেমিকের (গ) রামদাসের (ঘ) তলওয়ারকরের
Answer : (গ) রামদাসের
১৯. “আমাদের ভামোর আফিসে কোনো শৃঙ্খলাই হচ্ছে না।”—কথাটি
(ক) অপূর্ব (খ) অপূর্বর অফিসের ছোটোসাহেব (গ) একজন অফিসার (ঘ) অপূর্বর অফিসের বড়োসাহেব
Answer : (ঘ) অপূর্বর অফিসের বড়োসাহেব
২০. “আমি কালই বার হয়ে যেতে পারি।”—কথাটি বলেছে
(ক) এক কর্মচারী (খ) অপূর্ব (গ) অপূর্বর অফিসের এক ব্যক্তি (ঘ) বড়োসাহেব
Answer : (খ) অপূর্ব
২১. অপূর্বর কোথায় একমূহূর্ত মন টিকছিল না?
(ক) জাপানে (খ) বাংলাদেশে (গ) চিনে (ঘ) রেঙ্গুনে
Answer : (ঘ) রেঙ্গুনে
২২. গাড়ি ছাড়তে কতটা সময় দেরি থাকতে অপূর্বর সঙ্গে গিরীশ মহাপাত্রের আবার দেখা হল ?
(ক) মিনিট পাঁচেক (খ) মিনিট চারেক (গ) মিনিট দশেক (ঘ) মিনিট সাতেক
Answer : (ক) মিনিট পাঁচেক
২৩. কে নিজেকে ধর্মভীরু মানুষ বলেছে?
(ক) অপূর্ব (খ) গিরীশ মহাপাত্র (গ) রামদাস (ঘ) নিমাইবাবু
Answer : (খ) গিরীশ মহাপাত্র
২৪. অপূর্ব কোন জাতির লোক?
(ক) ক্ষত্রিয় (খ) বৈশ্য (গ) ব্রাত্মণ (ঘ) শূদ্র
Answer : (গ) ব্রাত্মণ
২৫. অপূর্ব ট্রেনে চেপে কখন পিরান থেকে পৈতা বের করল?
(ক) সকালে (খ) রাতে (গ) বিকালে (ঘ) সন্ধ্যায়
Answer : (ঘ) সন্ধ্যায়

 

অতিসংক্ষিপ্ত উত্তরধর্মী প্রশ্ন (প্রশ্নমান – ১)
১. পুলিশস্টেশনে প্রবেশ করে কী দেখা গেল?
Answer : পুলিশস্টেশনে প্রবেশ করে দেখা গেল, সামনের হলঘরে জনছয়েক বাঙালি মোট-ঘাট নিয়ে বসে আছে।
২. জনছয়েক বাঙালি কোথায় কাজ করত?
Answer : জনছয়েক বাঙালি উত্তরব্রষ্মে বর্মা-অয়েল-কোম্পানির তেলের কারখানায় মিস্ত্রির কাজ করত।
৩. “সম্মুখে হাজির করা হইল।”—কাকে, কার সামনে হাজির করা হয়?
Answer : ‘পোলিটিক্যাল সাসপেক্ট’ গিরীশ মহাপাত্র ওরফে সব্যসাচী মল্লিককে পুলিশ অফিসার নিমাইবাবুর সামনে হাজির করা হয়।
৪. “এইটুকু কাশির পরিশ্রমেই সে হাঁপাইতে লাগিল।”—এখানে কার কথা বলা হয়েছে?
Answer : এখানে পোলিটিক্যাল সাসপেক্ট’গিরীশ মহাপাত্র ওরফে সব্যসাচী মল্লিকের কথা বলা হয়েছে।
৫. “কেবল আশ্চর্য সেই রোগা মুখের অদ্ভুত দুটি চোখের দৃষ্টি।”—চোখের দৃষ্টিটি অদ্ভুত কেন?
Answer : সন্দেহভাজন গিরীশ মহাপাত্র ওরফে সব্যসাচী মল্লিকের চোখের পরিচয়। দিতে গিয়ে বলা হয়েছে—চোখের বর্ণনা দেওয়া বৃথা, তা গভীর জলাশয়ের মতো, সেখানে কী যেন একটা আছে, আর সেখানে কোনো খেলা চলবে না। তার অতলে প্রাণশক্তি লুকানো, মৃত্যুও সেখানে প্রবেশ করতে ভয় পায়।
৬. “মৃত্যুও সেখানে প্রবেশ করতে সাহস করে না।”—মৃত্যু কোথায় প্রবেশ করতে সাহস করে না?
Answer : পোলিটিক্যাল সাসপেক্ট’ গিরীশ মহাপাত্র ওরফে সব্যসাচী মল্লিকের চোখের অতল তলে যেখানে তার ক্ষীণ প্রাণশক্তিটুকু লুকানো—সেখানে মৃত্যু প্রবেশ করতে সাহস করে না।
৭. “দৃষ্টি আকৃষ্ট করিয়া সহাস্যে কহিলেন,”—কে, কী বলেছিলেন?
Answer : গিরীশ মহাপাত্রের পোশাকের বাহার ও পারিপাট্যের প্রতি অপূর্বর দৃষ্টি আকৃষ্ট করে হাসির সঙ্গে পুলিশ অফিসার নিমাইবাবু বললেন—“বাবুটির স্বাস্থ্য গেছে, কিন্তু শখ ষোলোআনাই বজায় আছে।”
৮. “মুখ ফিরাইয়া হাসি গোপন করিল।”—কে, কেন হাসি গোপন করে?
Answer : সন্দেহভাজন গিরীশ মহাপাত্রের পোশাক ভীষণ রকমের অস্বাভাবিক ও হাস্যকর হওয়ায় অপূর্ব সেদিকে তাকিয়ে হাসি গোপন করে।
৯. “ইহার আপাদমস্তক অপূর্ব বারবার নিরীক্ষণ করিয়া কহিল …।”—অপূর্ব কী বলেছিল?
Answer : সন্দেহভাজন গিরীশ মহাপাত্রের আপাদমস্তক নিরীক্ষণ করে অপূর্ব বলেছিল—লোকটিকে নিমাইবাবু কোনো কথা জিজ্ঞেস না-করেই ছেড়ে দিতে পারেন। কারণ যাকে খোঁজা হচ্ছে সে যে এই ব্যক্তি নন, তার জামিন সে হতে পারে।
১০. “নিমাইবাবু চুপ করিয়া রহিলেন,”—নিমাইবাবুচুপ থাকায় অপূর্ব কী বলে?
Answer : নিমাইবাবু চুপ করে থাকলে অপূর্ব বলে, “আর যাই হোক, যাকে খুঁজছেন তাঁর কালচারের কথাটা একবার ভেবে দেখ।।”
১১. টিফিনের সময় কারা একসঙ্গে জলযোগ করত?
Answer : শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের লেখা ‘পথের দাবী’ রচয়িা বনদাস ও পূর্ণ টিফিনের সময় একসঙে লযোগ করত।
১২. “তবে এ বস্তুটি পকেটে কেন?”—এই প্রশ্নের উত্তরে উদ্দিষ্ট ব্যক্তি কী বলেছিলেন?
Answer : উপ্ত প্রশ্নের উত্তরে উদ্দিষ্ট ব্যক্তি বলেছিলেন—“আজ্ঞে, পথে কুড়িয়ে পেলাম, যদি কারও কাজে লাগে তাই তুলে রেখেছি।”
১৩. “ক্ষণকাল মৌন থাকিয়া কহিলেন”—উদ্দিষ্ট ব্যক্তি কী বলেছিলেন?
Answer : ক্ষণকাল মৌন থেকে নিমাইবাবু গিরীশ মহাপাত্রকে বলেন, গাঁজা খাওয়ার সব লক্ষণ তার মধ্যে আছে। তবে কথাটি সে বলতে পারত। তা ছাড়া এই দেহে সে বেশিদিন বাঁচবে বলে মনে হয় না। সে যেন বুড়ো মানুষের কথা
শোনে।

 

১৪. “জগদীশবাবু চটিয়া উঠিয়া কহিলেন…”-জগদীশবাবু চটে উঠে কী বলেছিলেন?
Answer : জগদীশবাবু চটে উঠে বলেছিলেন—“দয়ার সাগর! পরকে সেজে দি, নিজে খাইনে। মিথ্যেবাদী কোথাকার!”
১৫. “যাঁকে খুঁজছেন তার কালচরের কথাটা একবার ভেবে দেখুন।”—কথাটি কে বলেছে?
Answer : শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের লেখা ‘পথের দাবী’ রচনায় এই কথাটি বলেছে অপূর্ব।
১৬. “নিমাইবাবু উঠিয়া দাঁড়াইয়া বলিলেন,”—নিমাইবাবু উঠে দাঁড়িয়ে কী বললেন?
Answer : নিমাইবাবু উঠে দাঁড়িয়ে বললেন, “আচ্ছা, তুমি এখন যেতে পারো মহাপাত্র”। এরপর জগদীশবাবুকে উদ্দেশ্য করে—তার যাওয়ার বিষয়ে সম্মতি আছে কি না জানতে চান।
১৭. “আজ বাড়ি থেকে কোনো চিঠি পেয়েছেন। নাকি?”- কে, কখ! এ বা বলেছিলেন?
Answer : অপূর্বর মধ্যে অত্যন্ত অন্যমনস্কতা লক্ষ করে তলওয়ারকর চিন্তিতমুখে উদ্ধৃত কথাটি বলেছিলেন।
১৮. “বাড়ির খবর সব ভালো তো?”-বক্তা কে? প্রশ্ন শুনে উদ্দিষ্ট ব্যক্তি কী বলেছিলেন?
Answer : উদ্ধৃতাংশের বক্তা তলওয়ারকর। তিনি এ কথা বলেছিলেন অপূর্বকে। প্রশ্ন শুনে অপূর্ব কিছু আশ্চর্য হয়ে বলে—“যতদূর জানি সবাই ভালোই তো আছেন।”
১৯. অপূর্বর ঘরে চুরি হলে কার কৃপায় টাকাকড়ি ছাড়া আর সব বেঁচে গেছে ?
Answer : অপূর্বর ঘরে চুরি হলে এক খ্রিস্টান মেয়ের কৃপায় টাকাকড়ি ছাড়া আর সব বেঁচে গেছে।
২০. অপূর্বর হঠাৎ হাসিতে দম আটকে গেল কেন?
Answer : অপূর্বর হঠাৎ গিরীশ মহাপাত্র ও তার পোশাক-পরিচ্ছদের কথা মনে পড়ায় হাসিতে দম আটকে গেল।
২১. বিনা দোষে ফিরিঙ্গি ছোঁড়ার অপূর্বকে লাথি মেরে কোথা থেকে তাড়িয়ে দিয়েছিল?
Answer : শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের লেখা ‘পথের দাবী’ রচনায় বিনা দোষে ফিরিঙ্গি ছোঁড়ারা অপূর্বকে লাথি মেরে প্ল্যাটফর্ম থেকে তাড়িয়ে দিয়েছিল।
২২. ফিরিঙ্গিদের অপূর্বকে লাথি মারার ঘটনা শুনে রামদাসের কী প্রতিক্রিয়া হয়েছিল?
Answer : অপূর্বকে লাথি মারার ঘটনা শুনে রামদাস চুপ করে থাকে, কিন্তু তার দুই চোখ ছলছল করে আসে।
২৩. “বাবুজি, ম্যয় নে আপকো তো জরুর কঁহা দেখা”- কথাটির অর্থ লেখো।
Answer : শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের লেখা ‘পথের দাবী’ রচনার আলোচ্য পঙক্তিটির অর্থ হল—বাবুজি, আমি আপনাকে অবশ্যই কোথাও দেখেছি।
২৪. “আশ্চয্যি নেহি হ্যায় বাবু সাহেব, নোকরির বান্তে কেত্তা যায়গায় তো ঘুমতা হ্যায়,”—কথাটির অর্থ লেখো।
Answer : শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের লেখা ‘পথের দাবী’ রচনার এই অংশটির অর্থ হল আশ্চর্য নয় বাবুসাহেব, চাকরির খোঁজে কত জায়গায় তো ঘুরতে হয়।
২৫. রামদাসের স্ত্রী অপূর্বকে একদিন সনির্বন্ধ অনুরোধ করে কী বলেছিলেন?
Answer : রামদাসের স্ত্রী অপূর্বকে একদিন সনির্বন্ধ অনুরোধ করে বলেছিলেন—যতদিন তার মা কিংবা বাড়ির কোনো আত্মীয় মহিলা এদেশে এসে বাসার উপযুক্ত ব্যবস্থা না-করেন, ততদিন তার তৈরি মিষ্টান্ন তাকে খেতে হবে।

 

ব্যাখ্যাভিত্তিক সংক্ষিপ্ত উত্তরধর্মী প্রশ্ন (প্রমান – ৩)
১. ‘পোলিটিক্যাল সাসপেক্ট’ সব্যসাচী মল্লিককে কার সামনে হাজির করা হয় ? হাজির করা হলে কী দেখা যায় ? ১+২
২. “কেবল আশ্চর্য সেই রোগা মুখের অদ্ভুত দুটি চোখের দৃষ্টি।”—এখানে কার কথা বলা হয়েছে? চোখ দুটি সম্পর্কে কী বলা হয়েছে? ১+২
৩. গিরীশ মহাপাত্রের চেহারার বর্ণনা দাও।
৪. গিরীশ মহাপাত্রের পোশাক-পরিচ্ছদের বিবরণ দাও।
৫. গিরীশ মহাপাত্রের ট্র্যাকে ও পকেটে কী ছিল?
৬. গাঁজার ককের ব্যাপারে গিরীশ মহাপাত্রকে জিজ্ঞাসাবাদ করলে সে পুলিশকে কী বলেছিল?
৭. “বুড়োমানুষের কথাটা শুনো।”—কে, কাকে উদ্ধৃত কথাটি বলেছেন? এ কথা বলার কারণ কী? ১+২
৮. “রাজবিদ্রোহীর চিন্তাতেই ধ্যানস্থ হইয়া রহিল।”—কার চিন্তায়, কে ধ্যানস্থ। হয়ে রইল? উদ্দিষ্ট ব্যক্তির স্বরূপ ব্যাখ্যা করো। ১+২
৯. “তা ছাড়া এত বড়ো বন্ধু!”–‘এত বড়ো বন্ধু কে? এ কথা বলার কারণ কী? ১+২
১০. অপূর্বর ঘরে চুরি হয়ে যাওয়ায় খ্রিশ্চান মেয়েটি তাকে কীভাবে সাহায্য করেছিল?
১১. “যে দুঃখই থাক আমি আজ থেকে মাথায় তুলে নিলাম।”—বক্তা কে? এ কথা বলার কারণ কী? ১+২
১২. অপূর্বর ঘরে চুরি হয়ে যাওয়ার জন্য সে কাকে, কেন সন্দেহ করে?
১৩. তুমি তো ইউরোপিয়ান নও।”—কে, কাকে উদ্ধৃত কথাটি বলেছিল ? কখন এ কথা বলেছিল?
১৪. অপূর্বর অফিসের বড়োসাহেব অপূর্বকে কী বলেছিলেন ?
১৫. ট্রেনের মধ্যে অপূর্বর সঙ্গে পুলিশ কীরূপ ব্যবহার করেছিল?
১৬. “এই অন্যায়ের প্রতিবাদ যখন করতে গেলাম…”—কোন্ অন্যায় ? তার প্রতিবাদ করায় কী হয়েছিল?

 

রচনাধর্মী প্রশ্ন (প্রশ্নমান – ৫)
১. পথের দাবী’ রচনাংশটির নামকরণের সার্থকতা আলোচনা করো।
২. ‘পথের দাবী’ রচনাংশটির বিষয়বস্তু আলোচনা করো।
৩. “পথের দাবী’ রচনাংশটির মধ্যে লেখকের সমাজচেতনার পরিচয় দাও।
৪. পথের দাবী’রচনাংশ অনুসরণে গিরীশ মহাপাত্রের চরিত্রটি বিশ্লেষণ করো।
৫. ‘পথের দাবী’ রচনাংশ অনুসরণে অপূর্বর চরিত্র বর্ণনা করো।
৬. ‘পথের দাবী’ রচনায় অপ্রধান চরিত্রগুলি লেখো।
৭. “পোলিটিক্যাল সাসপেক্ট সব্যসাচী মল্লিককে নিমাইবাবুর সম্মুখে হাজির করা হইল।”—নিমাইবাবু কে? সব্যসাচী মল্লিককে কখন নিমাইবাবুর সম্মুখে হাজির করা হয়েছিল? সব্যসাচীর চেহারার বর্ণনা দাও। ১+২+২
৮. “একেবারে যেন বিচ্ছিন্ন হইয়া কোন এক অদৃষ্ট অপরিজ্ঞাত রাজবিদ্রোহীর। চিন্তাতেই ধ্যানস্থ হইয়া রহিল।” কে ধ্যানস্থ হয়ে রইল? ‘রাজবিদ্রোহী’ কে? অপরিজ্ঞাত কেন? কথাটির তাৎপর্য লেখো। ১+১+১+২
৯. “কিন্তু ইহা যে কতবড়ো ভ্রম তাহা কয়েকটা স্টেশন পরেই সে অনুভব করিল।”—‘সে’ বলতে কার কথা বলা হয়েছে? কোন্ প্রসঙ্গে এই কথা বলা হয়েছে? কথাটির তাৎপর্য লেখো। ১+২+২
১০. “পরোধর্ম ভয়াবয়। লল্লাটের লেখা তো খণ্ডাবেনা।”– এই কথা কে, কাকে বলেছে? কখন বলেছে? কথাটির মমার্থ লেখো। ১+২+২
১১. “দয়ার সাগর। পরকে সেজে দি, নিজে খাইনে। মিথ্যেবাদী কোথাকার।” -কে, কাকে এই কথাটি বলেছে? কখন বলেছে? কথাটির অর্থ পরিস্ফুট করো। ১+২+২
১২. “তাছাড়া এত বড়ো বন্ধু।”- কে, কাকে এই কথা বলেছে? কার সম্পর্কে বলেছে? সে বড়ো বন্ধু কেন? এই উক্তির মধ্যে বক্তার চরিত্রের কোন দিকটি পরিস্ফুট হয়েছে? ১+১+১+২
১৩. “আজ্ঞে, পথে কুড়িয়ে পেলাম, যদি কারও কাজে লাগে তাই তুলে রেখেচি।”—এই কথাটি কে, কাকে বলেছে? কথাটির তাৎপর্য লেখো। উক্তিটির মধ্যে বক্তার চরিত্রের কোন্ দিকটি ফুটে উঠেছে? ১+২+২
১৪. “অপূর্ব রাজি হইয়াছিল।”—অপূর্ব কীসে রাজি হয়েছিল? কেন রাজি হয়েছিল? উক্তিটির মর্মার্থ লেখো। ১+২+২
১৫. “ইচ্ছা করলে আমি তোমাকে টানিয়া নীচে নামাইতে পারি।”—কে, কাকে বলেছে? কেন বলেছে? কথাটির তাৎপর্য লেখো। ১+২+২

 

বহুবিকল্পীয় প্রশ্ন (প্রশ্নমান – ১)
সঠিক উত্তরটি নির্বাচন করো
কারক-বিভক্তি
১. “পুলিশস্টেশনে প্রবেশ করিয়া দেখা গেল”—রেখাঙ্কিত পদটি
(ক) কর্মকারকে ‘এ’ বিভক্তি (খ) করণকারকে ‘এ’ বিভক্তি (গ) অপাদান কারকে ‘এ’ বিভক্তি (ঘ) অধিকরণ কারকে ‘এ’ বিভক্তি
Answer : (ঘ)
২. “কয়েকদিনের জাহাজের ধকলে সমস্তই ননাংরা হইয়া উঠিয়াছে,”–রেখাঙ্কিত পদটি
(ক) সম্বন্ধপদে ‘এর’ বিভক্তি (খ) নিমিত্ত কারকে ‘এর’ বিভক্তি (গ) সম্বোধন পদে ‘এর’ বিভক্তি (ঘ) কর্মকারকে ‘এর’ বিভক্তি
Answer : (ক)
৩. “আজ্ঞে, গিরীশ মহাপাত্র।”—রেখাঙ্কিত পদটি
(ক) কর্তৃকারকে ‘এ’ বিভক্তি (খ) সম্বন্ধপদে ‘এ’ বিভক্তি (গ) সম্বোধন পদে ‘এ’ বিভক্তি (ঘ) সম্বোধন পদে ‘শূন্য’ বিভক্তি
Answer : (ঘ)
৪. “বাবাই একদিন এর চাকরি করে দিয়েছিলেন।”—রেখাঙ্কিত পদটি
(ক) কর্তৃকারকে ‘শূন্য’ বিভক্তি (খ) কর্তৃকারকে ‘ই’ বিভক্তি (গ) কর্মকারকে ‘ই’ বিভক্তি (ঘ) করণকারকে ‘ই’ বিভক্তি
Answer : (খ)
৫. “দুঃখে লজ্জায় ঘৃণায় নিজেই যেন মাটির সঙ্গে মিশিয়ে যাই।”-রেখাঙ্কিত পদটি
(ক) কর্তৃকারকে ‘য়’ বিভক্তি (খ) কর্মকারকে ‘য়’ বিভক্তি (গ) করণকারকে ‘য়’ বিভক্তি (ঘ) অধিকরণ কারকে ‘য়’ বিভক্তি
Answer : (গ)
৬. “তুমি একবার সবগুলো দেখে আসো।”—রেখাঙ্কিত পদটি
(ক) কর্তৃকারকে ‘শূন্য’ বিভক্তি (খ) কর্তৃকারকে ‘গুলো বিভক্তি (গ) কর্মকারকে ‘শূন্য’ বিভক্তি (ঘ) কর্মকারকে ‘গুলো’ বিভক্তি
Answer : (গ)
সমাস
৭. “ইহারই কোন অতল তলে তাহার ক্ষীণ প্রাণশক্তিটুকু লুকানো আছে,—“প্রাণশক্তি’ সমাসবদ্ধ পদের ব্যাসবাক্য হবে
(ক) প্রাণরূপ শক্তি (খ) প্রাণ হইতে নির্গত শক্তি (গ) প্রাণে স্থিত শক্তি (ঘ) প্রাণের শক্তি
Answer : (ক)
৮. “তাহার বুক-পকেট হইতে বাঘ-আঁকা একটা রুমালের কিয়দংশ দেখা যাইতেছে,”–বুক-পকেট’—সমাসবদ্ধ পদের ব্যাসবাক্য বুকে স্থিত পকেট’ হলে তার সমাস হবে
(ক) সাধারণ কর্মধারয় (খ) ব্যাধিকরণ বহুব্রীহি (গ) মধ্যপদলোপী কর্মধারয় (ঘ) মধ্যপদলোপী বহুব্রীহি
Answer : (গ)
৯. “এত বড়ো সব্যসাচী ধরা পড়িল না,”–‘সব্যসাচী’ পদের ব্যাসবাক্য
(ক) যার দু-হাত সমান চলে (খ) সব্য সচন যার (গ) সব্য সচন করে যে (ঘ) সব্য দ্বারা সচন
Answer : (গ)
১০. “এক অদৃষ্ট অপরিজ্ঞাত রাজবিদ্রোহীর চিন্তাতেই ধ্যানস্থ হইয়া রহিল।”–‘রাজবিদ্রোহী’ শব্দের যথার্থ ব্যাসবাক্য
(ক) রাজার বিদ্রোহী (খ) বিদ্রোহীদের রাজা (গ) বিদ্রোহীদের বিদ্রোহ (ঘ) রাজার বিরুদ্ধে বিদ্রোহ করে যে
Answer : (ঘ)
১১. “গিরীশ শশব্যস্তে একটা নমস্কার করিয়া কহিল,”–শশব্যস্ত’ শব্দের যথার্থ ব্যাসবাক্য।
(ক) শশকের ব্যস্ত (তাতে) (খ) শশকের মতো ব্যস্ত (তাতে) (গ) শশক ব্যস্ততার ন্যায় (ঘ) শশকরূপ ব্যস্ত তাতে
Answer : (খ)
১২. “তাহার সমস্ত মনশ্চক্ষু একেবারে উধাও হইয়া গিয়াছে।”—‘মনশ্চক্ষ পদের ব্যাসবাক্য
(ক) মনের চক্ষু (খ) মন ও চক্ষু (গ) মনরূপ চক্ষু (ঘ) মন চক্ষুর ন্যায়
Answer : (গ)
বাক্য
১৩. “শুধু যে লোকটির প্রতি তাহার অত্যন্ত সন্দেহ হইয়াছে তাহাকে আর একটা ঘরে আটকাইয়া রাখা হইয়াছে।”—উদ্ধৃত বাক্যটি
(ক) সরলবাক্য (খ) জটিল বাক্য (গ) যৌগিক বাক্য (ঘ) মিশ্র বাক্য
Answer : (খ)
১৪. “দেখি তোমার ট্যাকে এবং পকেটে কী আছে?”—বাক্যটি
(ক) নির্দেশক বাক্য (খ) প্রার্থনাসূচক বাক্য (গ) সন্দেহবাচক বাক্য (ঘ) প্রশ্নবাচক বাক্য
Answer : (ঘ)
১৫. “আর খেয়ো না। বুড়ো মানুষের কথাটা শুনো।”—বাক্যটি
(ক) নির্দেশক বাক্য (খ) সন্দেহবাচক বাক্য (গ) অঙবাচক বাক্য (ঘ) প্রার্থনাসূচক বাক্য
Answer : (গ)
১৬. “নেবুর তেলের গন্ধে ব্যাটা থানাসদ্ধ লোকের মাথা ধরিয়ে দিলে।”-বাক্যটি
(ক) আবেগসূচক বাক্য (খ) নির্দেশক বাক্য (গ) প্রশ্নাত্মক বাক্য (ঘ) সন্দেহমূলক বাক্য
Answer : (খ)
১৭. “আজ বাড়ি থেকে কোনো চিঠি পেয়েছেন নাকি?”—বাক্যটি
(ক) নির্দেশক বাক্য (খ) প্রশ্নাত্মক বাক্য (গ) সন্দেহমূলক বাক্য (ঘ) অনুজ্ঞামুলক বাক্য
Answer : (খ)
১৮. “আমার ইচ্ছা তুমি একবার সবগুলো দেখে আসো।”—বাক্যটি
(ক) নির্দেশক বাক্য (খ) আবেগসূচক বাক্য (গ) ইচ্ছাবোধক বাক্য (ঘ) অনুজ্ঞাবাচক বাক্য
Answer : (খ)
বাচ্য
১৯. “পোলিটিক্যাল সাসপেক্ট সব্যসাচী মল্লিককেনিমাইবাবুর সম্মুখে হাজির করা হইল।”—বাক্যটি
(ক) কর্তৃবাচ্যের (খ) কর্মবাচ্যের (গ) ভাববাচ্যের (ঘ) কর্মকর্তৃবাচ্যের
Answer : (গ)
২০. ‘অপূর্ব তাহার পরিচ্ছদের প্রতি দৃষ্টিপাত করিয়া মুখ ফিরাইয়া হাসি গোপন করিল।”—বাক্যটি
(ক) কর্মবাচ্যের (খ) কর্তৃবাচ্যের (গ) ভাববাচ্যের (ঘ) কর্মকর্তৃবাচ্যের
Answer : (খ)
২১. “কোনো এক অদৃষ্ট অপরিজ্ঞাত রাজবিদ্রোহীর চিন্তাতেই ধ্যানস্থ হইয়া রহিল।”—বাক্যটি
(ক) কর্তৃবাচ্যের (খ) কর্মবাচ্যের (গ) ভাববাচ্যের (ঘ) কর্মকর্তৃবাচ্যের
Answer : (ক)
২২. “রামদাস আর কোনো প্রশ্ন করিল না।”—বাক্যটি
(ক) কর্মবাচ্যের (খ) ভাববাচ্যের (গ) কর্মকর্তৃবাচ্যের (ঘ) কর্তৃবাচ্যের
Answer : (ঘ)
২৩. “কোথায় আগমন হচ্ছে?”—বাক্যটি
(ক) কর্তৃবাচ্যের (খ) ভাববাচ্যের (গ) কর্মবাচ্যের (ঘ) কর্মকর্তৃবাচ্যের
Answer : (ঘ)

 

অতিসংক্ষিপ্ত উত্তরধর্মী প্রশ্ন (প্রশ্নমান – ১)
কারক-বিভক্তি
১. “সুমুখের হলঘরে জন-ছয়েক বাঙালি মোট-ঘাট লইয়া বসিয়া আছে।”—নিম্নরেখাঙ্কিত পদটির কারক-বিভক্তি নির্দেশ করো।
Answer : হলঘরে—অধিকরণ কারকে ‘এ’ বিভক্তি।
২. “সেখানের জলহাওয়া সহ্য না হওয়ায় চাকরির উদ্দেশ্যে রেঙ্গুনে চলিয়া আসিয়াছে।” –‘জলহাওয়া’ পদটির কারক-বিভক্তি নির্দেশ করো।
Answer : জলহাওয়া কর্মকারকে ‘শূন্য’ বিভক্তি।
৩. “ভিতরের কী একটা দুরারোগ্য রোগে সমস্ত দেহটা যেন দ্রুতবেগে ক্ষয়ের দিকে ছুটিয়াছে।”—নিম্নরেখাঙ্কিত পদগুলির কারক-বিভক্তি নির্ণয় করো।
Answer : দুরারোগ্য রোগে—করণকারকে ‘এ’ বিভক্তি।
৪. “বাবুটির স্বাস্থ্য গেছে, কিন্তু শখ ষোলো আনাই বজায় আছে তা স্বীকার করতে হবে।”—নিম্নরেখাঙ্কিত পদটির কারক-বিভক্তি কী হবে?
Answer : বাবুটির–কর্মকারকে ‘র’ বিভক্তি।
৫. “কাকাবাবু, এ লোকটিকে আপনি কোনো কথা জিজ্ঞেস না করেই ছেড়ে দিন।” —নিম্নরেখাঙ্কিত পদটির কারক-বিভক্তি নির্দেশ করো।
Answer : কাকাবাবু—সম্বোধন পদে ‘শূন্য’ বিভক্তি।
৬. “রামদাস আর কোনো প্রশ্ন করিল না।”—নিম্নরেখাঙ্কিত পদটির কারক-বিভক্তি নির্ণয় করো।
Answer : রামদাস–কর্তৃকারকে ‘শূন্য’ বিভক্তি।
৭. “বাবাই একদিন এঁর চাকরি করে দিয়েছিলেন।”—নিম্নরেখাঙ্কিত পদটির কারক-বিভক্তি লেখো।
Answer : চাকরি-কর্মকারকে ‘শূন্য’ বিভক্তি প্ল্যাটফর্ম—অপাদান কারকে ‘থেকে’ অনুসর্গ।
৮. “ফিরিঙ্গি ছোঁড়ারা আমাকে যখন লাথি মেরে প্ল্যাটফর্ম থেকে বার করে ‘ দিলে…–‘প্ল্যাটফর্ম পদটির কারক বিভক্তি কী হবে?
Answer : প্ল্যাটফর্ম—অপাদান কারকে ‘থেকে’ অনুসর্গ।
৯ “আপাতত ভামো যাচ্ছি।”–‘ভামো’ পদটির কারক-বিভক্তি কী হবে?
Answer :ভামো—অধিকরণ কারকে ‘শূন্য’ বিভক্তি।
১০. “সন্ধ্যা উত্তীর্ণ হইলে সে পিরানের মধ্যে হইতে পৈতা বাহির করিয়া বিনা জলেই সায়ংসন্ধ্যা সমাপন করিল।”—নিম্নরেখাঙ্কিত পদগুলির কারক-বিভক্তি নির্দেশ করো।
Answer : সন্ধ্যা—অধিকরণ কারকে ‘শূন্য’ বিভক্তি।
পরানের মধ্যে—অপাদান কারকে ‘হইতে’ অনুসর্গ।
সমাস
১১. “সুমুখের হলঘরে জন-ছয়েক বাঙালি মোট-ঘাট লইয়া বসিয়া আছে।”—নিম্নরেখাঙ্কিত পদটির সমাস নির্ণয় করো।
Answer : মোট-ঘাট-মোট ও ঘাট (দ্বন্দ্ব সমাস)।
১২. “গায়ে জাপানি সিল্কের রামধনু রঙের চুড়িদার পাঞ্জাবি।”—নিম্নরেখাঙ্কিত পদটির ব্যাসবাক্যসহ সমাসের নাম লেখো।
Answer : রামধনু—রামের ধনু (সম্বন্ধ তৎপুরুষ সমাস)।
১৩. “তলাটা মজবুত ও টিকসই করিতে আগাগোড়া লোহার নাল বাঁধানো।”—নিম্নরেখাঙ্কিত পদটির সমাস নির্ণয় করো।
Answer : আগাগোড়া—আগা থেকে গোড়া পর্যন্ত (অব্যয়ীভাব সমাস)।
১৪. “ইহার আপাদমস্তক অপূর্ব বারবার নিরীক্ষণ করিয়া কহিল…।”—“আপাদমস্তক’ পদটির সমাস নির্ণয় করো।
Answer : আপাদমস্তক–পা থেকে মাথা পর্যন্ত (অব্যয়ীভাব সমাস)।
১৫. “কাকাবাবু, এ লোকটিকে আপনি কোনো কথা জিজ্ঞেস না করেই ছেড়ে দিন।”—নিম্নরেখাঙ্কিত পদটির সমাস নির্ণয় করো।
Answer : কাকাবাবু—যিনি কাকা, তিনিই বাবু (কর্মধারয় সমাস)।
১৬. “নিমাইবাবু কহিলেন, তুমি গাঁজা খাও?”–‘নিমাইবাবু’ পদটি কোন্ সমাসের উদাহরণ?
Answer : নিমাইবাবু—নিমাই যে বাবু (কর্মধারয় সমাস)।
১৭. “মহাপাত্র মাথা নাড়িয়া অস্বীকার করিল।”—নিম্নরেখাঙ্কিত পদটির সমাস নির্ণয় করো।
Answer : অস্বীকার—নয় স্বীকার (নঞ তৎপুরুষ সমাস)।
১৮. “কেবল উপরের সেই ক্রিশ্চান মেয়েটির কৃপায় টাকাকড়ি আর সমস্ত বাঁচিয়াছে।”—“টাকাকড়ি’ পদটির সমাস নির্দেশ করো।
Answer : টাকাকড়ি—টাকা ও কড়ি (দ্বন্দ্ব সমাস)।
১৯. “যে-কোনো যুগে যে কেউ জন্মভূমিকে তার স্বাধীন করবার চেষ্টা করছে।”—নিম্নরেখাঙ্কিত পদটির ব্যাসবাক্যসহ সমাস নির্ণয় করো।
Answer : জন্মভূমি—জন্মের ভূমি (সম্বন্ধ তৎপুরুষ সমাস)।
২০. “আজ্ঞে, গিরীশ মহাপাত্র।”—নিম্নরেখাঙ্কিত পদটির সমাস নির্ণয় করো।
Answer : মহাপাত্র—মহান যে পাত্র (কর্মধারয় সমাস)।
বাক্য
২১. “বয়স ত্রিশ-বত্রিশের অধিক নয়, কিন্তু ভারী রোগা দেখাইল।”—সরলবাক্যে পরিণত করো।
Answer : বয়স ত্রিশ-বত্রিশের অধিক না হলেও ভারী রোগা দেখাইল।
২২. “এতক্ষণে অপূর্ব তাহার পরিচ্ছদের প্রতি দৃষ্টিপাত করিয়া মুখ ফিরাইয়া হাসি গোপন করিল।”-যৌগিক বাক্যে পরিবর্তন করো।
Answer : এতক্ষণে অপূর্ব তাহার পরিচ্ছদের প্রতি দৃষ্টিপাত করিল এবং মুখ ফিরাইয়া হাসি গোপন করিল।
২৩. “তাহার মাথার সম্মুখদিকে বড়ো বড়ো চুল।”-না-বাচক বাক্যে লেখো।
Answer : তাহার মাথার সম্মুখদিকে ছোটো ছোটো চুল নয়।
২৪. “কয়দিনের জাহাজের ধকলে সমস্তই নোংরা হইয়া উঠিয়াছে।”-জটিল বাক্যে রূপ দাও।
Answer : কয়দিনের জাহাজের যে ধকল তাহাতে সমস্তই ননাংরা হইয়া উঠিয়াছে।
২৫. “বড়োবাবু হাসিতে লাগিলেন।”—না-বাচক বাক্যে রূপান্তর করো।
Answer : বড়োবাবু কাদিতে লাগিলেন না।
২৬. “অপূর্বর মন যেন গ্রাহ্যই করিল না।”—হা-বাচক বাক্যে পরিবর্তন করো।
Answer : অপূর্বর মন যেন অগ্রাহ্যই করিল।
২৭. “রামদাস আর কোনো প্রশ্ন করিল না।”—প্রশ্নবোধক বাক্যে কী হবে?
Answer : রামদাস আর কোনো প্রশ্ন করিল কি?
২৮. “টিফিনের সময় উভয়ে একত্রে জলযোগ করিত।”—জটিল বাক্যে রূপ দাও।
Answer : যখন টিফিনের সময় হইত তখন উভয়ে একত্রে জলযোগ করিত।
২৯. “আত্মীয়ের সম্বন্ধে এরূপ একটা মন্তব্য প্রকাশ করা হয়তো শোভন হয়া নাই।”—হ্যা-বাচক বাক্যে লেখো।
Answer : আত্মীয়ের সম্বন্ধে এরূপ একটা মন্তব্য প্রকাশ করা হয়তো অশোভন হইয়াছিল।
৩০. “রামদাস চুপ করিয়া রহিল।”—না-বাচক বাক্যে রূপ দাও।
Answer : রামদাস কোনো কথা বলিল না।
বাচ্য
৩১. “পুলিশ-স্টেশনে প্রবেশ করিয়া দেখা গেল।”–কর্তৃবাচ্যে লেখো।
Answer : (আমি) পুলিশস্টেশনে প্রবেশ করিয়া দেখিলাম।
৩২. “ইহারা সকলেই উত্তর-ব্রষ্মে বর্মা-অয়েল-কোম্পানির তেলের খনি কারখানায় মিস্ত্রির কাজ করিতেছিল।”—ভাববাচ্যে রূপ কী হবে?
Answer : ইহাদের সকলেরই উত্তর-ব্ৰষ্মে-বর্মা-অয়েল-কোম্পানির তেলের খনির _ কারখানায় মিস্ত্রির কাজ করা হইয়াছিল।
৩৩. “লোকটি কাশিতে কাশিতে আসিল।”—ভাববাচ্যে লেখো।
Answer : লোকটির কাশিতে কাশিতে আসা হইল।
৩৪. “নিমাইবাবু চুপ করিয়া রহিলেন।”—কর্তৃবাচ্যে পরিণত করো।
Answer : নিমাইবাবু চুপ করিলেন।
৩৫. “আজ বাড়ি থেকে কোনো চিঠি পেয়েছেন নাকি?”–কর্মবাচ্যে রূপান্ত করো।
Answer : আজ বাড়ি থেকে কোনো চিঠি পাওয়া হয়েছে নাকি?
৩৬. “রামদাস আর কোনো প্রশ্ন করিল না।”—কর্মবাচ্যে রূপ লেখো।
Answer : রামদাস কর্তৃক আর কোনো প্রশ্ন করা হইল না।
৩৭. “আফিসের একজন ব্রাক্ষ্মণ পিয়াদা এই সকল বহিয়া আনিত।”—কর্মবাচ্যে পরিবর্তন করো।
Answer : আফিসের একজন ব্রাক্ষ্মণ পিয়াদা কর্তৃক এই সকল বহিয়া আনা হইত।
৩৮. “তারপর সকালে গেলাম পুলিশে খবর দিতে।”–কর্মবাচ্যে লেখো।
Answer : তারপর সকালে পুলিশে খবর দিতে যাওয়া হল।
৩৯. “বাবাই একদিন এর চাকরি করে দিয়েছিলেন।”—কর্মবাচ্যে পরিণত করো।
Answer : বাবার দ্বারাই একদিন এর চাকরি হয়েছিল।
৪০. “রামদাস চুপ করিয়া রহিল।”—ভাববাচ্যে লেখো।
Answer : রামাদাসের চুপ করিয়া থাকা হইল।

মাধ্যমিক সাজেশন ২০২৪ – Madhyamik Suggestion 2024

আরোও দেখুন:-

Madhyamik Bengali Suggestion 2024 Click Here

আরোও দেখুন:-

Madhyamik English Suggestion 2024 Click Here

আরোও দেখুন:-

Madhyamik Geography Suggestion 2024 Click Here

আরোও দেখুন:-

Madhyamik History Suggestion 2024 Click Here

আরোও দেখুন:-

Madhyamik Life Science Suggestion 2024 Click Here

আরোও দেখুন:-

Madhyamik Mathematics Suggestion 2024 Click Here

আরোও দেখুন:-

Madhyamik Physical Science Suggestion 2024 Click Here

আরোও দেখুন:-

Madhyamik Suggestion 2024 Click Here

FILE INFO : Madhyamik Bengali Suggestion – WBBSE with PDF Download for FREE | মাধ্যমিক বাংলা সাজেশন বিনামূল্যে ডাউনলোড | পথের দাবী – শরৎচন্দ্র চট্টোপাধ্যায় – গল্প (অতিসংক্ষিপ্ত ও সংক্ষিপ্ত প্রশ্নোত্তর)

 

File Details:
PDF Name : পথের দাবী – শরৎচন্দ্র চট্টোপাধ্যায় – গল্প | মাধ্যমিক বাংলা সাজেশন
Language : Bengali
Size : 322.0 kb 
No. of Pages : 9
Download Link : Click Here To Download
বিভিন্ন স্কুল বোর্ড পরীক্ষা, প্রতিযোগিতা মূলক পরীক্ষার সাজেশন, অতিসংক্ষিপ্ত, সংক্ষিপ্ত ও রোচনাধর্মী প্রশ্ন উত্তর (All Exam Guide Suggestion, MCQ Type, Short, Descriptive Question and answer), প্রতিদিন নতুন নতুন চাকরির খবর (Job News in Bengali) জানতে এবং সমস্ত পরীক্ষার এডমিট কার্ড ডাউনলোড (All Exam Admit Card Download) করতে winexam.in ওয়েবসাইট ফলো করুন, ধন্যবাদ।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here