সংঘবদ্ধতার গোরার কথা (চতুর্থ অধ্যায়) | মাধ্যমিক ইতিহাস সাজেশন | Madhyamik History Suggestion WBBSE with PDF | WiN EXAM

0

মাধ্যমিক ইতিহাস – Madhyamik History

সংঘবদ্ধতার গোরার কথা (চতুর্থ অধ্যায়) | মাধ্যমিক ইতিহাস সাজেশন | Madhyamik History Suggestion WBBSE with PDF | WiN EXAM

 

মাধ্যমিক ইতিহাস – Madhyamik History অধ্যায় ভিত্তিতে প্রশ্নোত্তর  নিচে দেওয়া হল।  এবার পশ্চিমবঙ্গ মাধ্যমিক ইতিহাস পরীক্ষায় এই মাধ্যমিক দশম শ্রেণীর ইতিহাস সাজেশন ( WB Madhyamik History Suggestion  | West Bengal Madhyamik History Suggestion | WBBSE Board Class 10th History Question and Answer with PDF file Download)  পরীক্ষার জন্য খুব ইম্পর্টেন্ট । আপনারা যারা আগামী মাধ্যমিক ইতিহাস পরীক্ষার জন্য মাধ্যমিক ইতিহাস সাজেশন  | Madhyamik History Suggestion  | WBBSE Board Madhyamik Class 10th (X) History Suggestion  Question and Answer খুঁজে চলেছেন, তারা নিচে দেওয়া প্রশ্ন ও উত্তর ভালো করে পড়তে পারেন। 

 

পশ্চিমবঙ্গ মাধ্যমিক দশম শ্রেণীর ইতিহাস নোট / সাজেশন (West Bengal WBCHSE Madhyamik Class X 10th History Notes / Suggestion) | সংঘবদ্ধতার গোরার কথা (চতুর্থ অধ্যায়) – MCQ প্রশ্নোত্তর, এককথায় প্রশ্নউত্তর, সংক্ষিপ্ত প্রশ্নউত্তর, ব্যাখ্যাধর্মী, প্রশ্নউত্তর

 

পশ্চিমবঙ্গ মাধ্যমিক দশম শ্রেণীর ইতিহাস সাজেশন (West Bengal WBCHSE Madhyamik Class X 10th History Notes / Suggestion) সংঘবদ্ধতার গোরার কথা (চতুর্থ অধ্যায়) – MCQ প্রশ্নোত্তর, এককথায় প্রশ্নউত্তর, সংক্ষিপ্ত প্রশ্নউত্তর, ব্যাখ্যাধর্মী, রচনাধর্মী প্রশ্নোত্তর এবং PDF ফাইল ডাউনলোড লিঙ্ক নিচে দেওয়া রয়েছে।

 

সংঘবদ্ধতার গোরার কথা (চতুর্থ অধ্যায়)

বিভাগ-ক

 

বহুবিকল্পভিত্তিক প্রশ্ন (প্রতিটি প্রশ্নের মান-১)
১। জমিদার সভা প্রতিষ্ঠিত হয়
(ক) ১৮৩৬ খ্রিস্টাব্দে (খ) ১৮৩৮ খ্রিস্টাব্দে (গ) ১৮৭৬ খ্রিস্টাব্দে (ঘ) ১৮৬৭ খ্রিস্টাব্দে
উত্তরঃ (খ) ১৮৩৮ খ্রিস্টাব্দে
২। ইলবার্ট বিলের পক্ষে আন্দোলন গড়ে তোলে
(ক) ভারত সভা (খ) ইন্ডিয়ান লিগ (গ) জাতীয় কংগ্রেস (ঘ) মুসলিম লিগ
উত্তরঃ (ক) ভারত সভা
৩। বঙ্গভাষা প্রকাশিকা’ সভার সম্পাদক ছিলেন
(ক) কালীনাথ রায় (খ) গৌরীশঙ্কর তর্কবাগীশ (গ) রাধাকান্ত দেব (ঘ) প্রসন্নকুমার ঠাকুর
উত্তরঃ (ঘ) প্রসন্নকুমার ঠাকুর
৪। বিদ্রোহী সিপাহীদের নেতৃত্বদানকারী নানা সাহেবের সামরিক বাহিনীর নেতা ছিলেন
(ক) কুনওয়ার সিং (খ) মঙ্গল পান্ডে (গ) তাতিয়া টোপি (ঘ) খান বাহাদুর খান
উত্তরঃ (গ) তাতিয়া টোপি
৫। মহাবিদ্রোহের সময় ভারতের বডোলাট ছিলেন
(ক) ক্যানিং (খ) ডালহৌসি (গ) কার্জন (ঘ) বেন্টিঙ্ক
উত্তরঃ (ক) ক্যানিং
৬। মহাবিদ্রোহের পর ভারতের শাসনভার গ্রহণ করে।
(ক) মহারানি ভিক্টোরিয়া (খ) লর্ড ক্যানিং (গ) ভারত সচিব (ঘ) ভাইসরয়
উত্তরঃ (ক) মহারানি ভিক্টোরিয়া
৭। কার্ল মার্কস ১৮৫৭ খ্রিস্টাব্দের বিদ্রোহকে বলেছেন
(ক) জাতীয় বিদ্রোহ (খ) মহাবিদ্রোহ (গ) সিপাহী বিদ্রোহ (ঘ) গণবিদ্রোহ
উত্তরঃ (ক) জাতীয় বিদ্রোহ
৮। হিন্দুমেলা প্রতিষ্ঠা করেন।
(ক) রাজনারায়ণ বসু (খ) দ্বারকানাথ ঠাকুর (গ) গৌরীশঙ্কর ভট্টাচার্য (ঘ) নবগোপাল মিত্র
উত্তরঃ (ঘ) নবগোপাল মিত্র
৯। হিন্দুমেলা প্রতিষ্ঠিত হয়
(ক) ১৮৬৭ খ্রিস্টাব্দে (খ) ১৮৭০ খ্রিস্টাব্দে (গ) ১৮৭৫ খ্রিস্টাব্দে (ঘ) ১৮৭২ খ্রিস্টাব্দে
উত্তরঃ (ক) ১৮৬৭ খ্রিস্টাব্দে
১০। “বর্তমান ভারত’ গ্রন্থটির লেখক হলেন
(ক) স্বামী বিবেকানন্দ (খ) রবীন্দ্রনাথ ঠাকুর (গ) অরবিন্দ ঘোষ (ঘ) বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়
উত্তরঃ (ক) স্বামী বিবেকানন্দ
১১। মহাবিদ্রোহকে ভারতের স্বাধীনতার প্রথম যুদ্ধ’ বলেছেন
(ক) সুভাষচন্দ্র বসু (খ) সাভারকার (গ) রমেশচন্দ্র (ঘ) সুরেন্দ্রনাথ
উত্তরঃ (খ) সাভারকার
১২। মহাবিদ্রোহকে ‘সামন্ত বিদ্রোহ’ বলেছেন
(ক) কার্ল মার্কস (খ) রমেশচন্দ্র (গ) সুভাষচন্দ্র (ঘ) সাভারকার
উত্তরঃ (খ) রমেশচন্দ্র
১৩। সিপাহীদের বিদ্রোহ দমন করা উচিত বলে মনে করতেন
(খ) কৃষ্ণকমল ভট্টাচার্য (গ) শ্যামসুন্দর সেন (ঘ) চণ্ডীচরণ সেন
উত্তরঃ (ক) ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর
১৪। গোরা’ উপন্যাসটি রচনা করেন
(ক) অবনীন্দ্রনাথ ঠাকুর (খ) বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় (গ) রবীন্দ্রনাথ ঠাকুর (ঘ) স্বামী বিবেকানন্দ
উত্তরঃ (গ) রবীন্দ্রনাথ ঠাকুর
১৫। মাদ্রাজ মহাজন সভা প্রতিষ্ঠিত হয়
(ক) ১৮৮৪ খ্রিস্টাব্দে (খ) ১৮৮৫ খ্রিস্টাব্দে (গ) ১৮৮৬ খ্রিস্টাব্দে (ঘ) ১৮৮৭ খ্রিস্টাব্দে
উত্তরঃ (ক) ১৮৮৪ খ্রিস্টাব্দে
১৬। কোন বিদ্রোহে এনফিল্ড রাইফেলে টোটার প্রচলন বিদ্রোহের প্রধান কারণ হিসেবে উঠে আসে?
(ক) সাঁওতাল বিদ্রোহে (খ) কোল বিদ্রোহে (গ) সিপাহী বিদ্রোহে (ঘ) মুন্ডা বিদ্রোহে
উত্তরঃ (গ) সিপাহী বিদ্রোহে
১৭। বেঙ্গল ব্রিটিশ ইন্ডিয়া সোসাইটি প্রতিষ্ঠিত হয়
(ক) ১৮৪২ খ্রিস্টাব্দে (খ) ১৮৪৪ খ্রিস্টাব্দে (গ) ১৮৫৪ খ্রিস্টাব্দে (ঘ) ১৮৪৬ খ্রিস্টাব্দে
উত্তরঃ (ক) ১৮৪২ খ্রিস্টাব্দে
১৮। ভারতমাতা’ ছবিটির স্রষ্টা
(ক) অবনীন্দ্রনাথ ঠাকুর (খ) রবীন্দ্রনাথ ঠাকুর (গ) গগনেন্দ্রনাথ ঠাকুর (ঘ) নন্দলাল বসু
উত্তরঃ (ক) অবনীন্দ্রনাথ ঠাকুর
১৯। বন্দেমাতরম’ সংগীতটি নেওয়া হয়েছে
(ক) “গোরা’ থেকে (খ) বর্তমান ভারত থেকে (গ) ‘আনন্দমঠ’ থেকে (ঘ) ‘জীবনস্মৃতি থেকে
উত্তরঃ (গ) ‘আনন্দমঠ’ থেকে
২০। হিন্দুমেলার উদ্দেশ্য ছিল
(ক) ব্রিটিশবিরোধী আন্দোলন সংগঠিত করা (খ) হিন্দুধর্মের সংস্কার সাধন (গ) দেশজ শিল্পের প্রসার (ঘ) জাতীয়তাবাদী ভাবধারার প্রসার
উত্তরঃ (গ) দেশজ শিল্পের প্রসার
২১। রবীন্দ্রনাথের ‘গোরা’ উপন্যাসটি প্রকাশিত হয়
(ক) ১৯০৫ খ্রিস্টাব্দে (খ) ১৯০৬ খ্রিস্টাব্দে (গ) ১৯১০ খ্রিস্টাব্দে (ঘ) ১৯১১ খ্রিস্টাব্দে
উত্তরঃ (গ) ১৯১০ খ্রিস্টাব্দে
২২। ভারতের প্রথম রাজনৈতিক প্রতিষ্ঠান
(ক) ভারত সভা (খ) জমিদার সভা (গ) জাতীয় কংগ্রেস (ঘ) বঙ্গভাষা প্রকাশিকা সভা
উত্তরঃ (ঘ) বঙ্গভাষা প্রকাশিকা সভা

 

বিভাগ-খ

 

অতিসংক্ষিপ্ত প্রশ্ন (প্রতিটি প্রশ্নের মান-১)
১। হিন্দুমেলা’ প্রথমে কী নামে পরিচিত ছিল?
উত্তরঃ চৈত্র মেলা
২। হিন্দুমেলার বার্ষিক সভায় কোন গানটি গাওয়া হয়?
উত্তরঃ গাও ভারতের জয়গান
৩। কীসের দ্বারা ভারতে ইস্ট ইন্ডিয়া কোম্পানির শাসনের অবসান ঘটে?
উত্তরঃ মহারানীর ঘোষণাপত্র
৪। ‘আনন্দমঠ উপন্যাসে লেখক কোন সময়ের কথা তুলে ধরেছেন?
উত্তরঃ সন্ন্যাসী ও ফকির বিদ্রোহের সময়কাল
৫। কোন্ গ্রন্থটি ‘স্বদেশপ্রেমের গীতা’ নামে পরিচিত?
উত্তরঃ ‘আনন্দমঠ
৬। ভারতমাতা’ চিত্রটি কে অঙ্কন করেন?
উত্তরঃ অবনীন্দ্রনাথ ঠাকুর
৭। বিবেকানন্দের বর্তমান ভারত’ গ্রন্থটি কবে প্রকাশিত হয়?
উত্তরঃ ১৮৯৯ খ্রিস্টাব্দে
৮। এনফিল্ড রাইফেলের টোটা কীভাবে ব্যবহার করতে হত?
উত্তরঃ দাঁতে কেটে
৯| ভারত সভার নেতৃত্বে গড়ে ওঠা দুটি আন্দোলনের উল্লেখ করো।
উত্তরঃ ইলবার্ট বিলের পক্ষে আন্দোলন, সিভিল সার্ভিস আন্দোলন
১০। ব্রিটিশ ভারত সভা কোন দুটি সংস্থাকে যুক্ত করে গড়ে ওঠে?
উত্তরঃ জমিদার সভা ও বেঙ্গল ব্রিটিশ ইন্ডিয়া সোসাইটি
১১। ১৮৫৭ খ্রিস্টাব্দে বিদ্রোহ সম্পর্কে জে বি নর্টন কী মন্তব্য করেছিলেন?
উত্তরঃ জাতীয় বিদ্রোহ
১২। কে ‘বন্দেমাতরম’সংগীতটির সুর দেন?
উত্তরঃ যদু ভট্ট
১৩। ভারতের প্রথম ভাইসরয় কে?
উত্তরঃ লর্ড ক্যানিং
১৪। ইলবার্ট বিল কে রচনা করেন?
উত্তরঃ লর্ড রিপনের আইনসচিব কোর্টনি ইলবার্ট
১৫।‘গোরা’ উপন্যাসে ব্রিটিশ শাসনের অনুরাগী দুটি চরিত্রের নাম লেখো।
উত্তরঃ পরেশবাবু ও কৃয়দয়াল
১৬। ১৮৫৭-এর বিদ্রোহ কোন্ কোন্ অঞলে অনুষ্ঠিত হয়?
উত্তরঃ অযোধ্যা ও বিহারে
১৭। ভারত সভার প্রথম অধিবেশন কোথায় অনুষ্ঠিত হয়?
উত্তরঃ কলকাতার অ্যালবার্ট হলে
১৮| বঙ্গভাষা প্রকাশিকা সভায় কী বিষয়ে আলোচনা হত?
উত্তরঃ ভারতবাসীর মঙ্গল ও অমঙ্গল বিষয়ে
১৯। সিপাহী বিদ্রোহের প্রথম শহিদ কে?
উত্তরঃ মঙ্গল পান্ডে
২০। জমিদার সভার সঙ্গে যুক্ত কয়েকজনের নাম উল্লেখ করো।
উত্তরঃ দ্বারকানাথ ঠাকুর, প্রসন্নকুমার ঠাকুর, রাধাকান্ত দেব প্রমুখ

 

ঠিক বা ভুল নির্ণয় করো (প্রতিটি প্রশ্নের মান-১)
১। ১৮৫৮ খ্রিস্টাব্দে ব্রিটিশ পার্লামেন্ট ভারত শাসন আইন পাশ করে।[T]
২। বঙ্গভাষা প্রকাশিকা সভা ভারতের জাতীয়তাবাদী প্রথম সংগঠন।[T]
৩। মহাবিদ্রোহের সময় ভারতের গভর্নর জেনারেল ছিলেন লর্ড ডালহৌসি।[F]
৪। সমকালীন বাঙালি বুদ্ধিজীবীগণ মহাবিদ্রোহকে সমর্থন করেছিল।[F]
৫। রাজনারায়ণ বসু হিন্দুমেলার অন্যতম প্রতিষ্ঠাতা।[T]
৬। ১৮৭৬ খ্রিস্টাব্দে ভারত সভা কলকাতা শহরে প্রতিষ্ঠিত হয়।[T]
৭। গোরা’ উপন্যাসে মানবপ্রেম, দেশপ্রেম ও দেশাত্মবোধের সমন্বয় ঘটেছে।[T]
৮। ১৮৭৯ খ্রিস্টাব্দে বর্তমান ভারত’ গ্রন্থাকারে প্রকাশিত হয়।[F]
৯। ‘আনন্দমঠ’ জাতীয় আন্দোলনের গীতা।[T]
১০। ভারতমাতা চিত্রটিতে ভারতমাতার চারটি হাত।[T]

 

‘ক’ স্তম্ভের সঙ্গে ‘খ’ স্তম্ভ মেলাও : (প্রতিটি প্রশ্নের মান-১)
1.
‘ক’ স্তম্ভ
(ক) বিবেকানন্দ
(খ) রবীন্দ্রনাথ
(গ) অবনীন্দ্রনাথ ঠাকুর
(ঘ) বঙ্কিমচন্দ্র
‘খ’ স্তম্ভ
আনান্দমঠ
বর্তমান
গোরা
ভারত মাতা
উত্তরঃ (ক)-(ii), (খ)-(iii), (গ)-(iv), (ঘ)-(i)
2.
‘ক’ স্তম্ভ
(ক) মহাবিদ্রোহ
(খ) মহারানির ঘোষণাপত্র
(গ) ভারতসভা
(ঘ) হিন্দু সভা
‘খ’ স্তম্ভ
(I)১৮৫৮ খ্রিস্টাব্দ
(ii)১৮৫৭ খ্রিস্টাব্দ
(ii) ১৮৬৭খ্রিস্টাব্দ
(iii) ১৮৭৬ খ্রিস্টাব্দ
উত্তরঃ (ক)-(ii), (খ)-(i), (গ)-(iv), (ঘ)-(iii)

 

ভারতের রেখামানচিত্রে নিম্নলিখিত স্থানগুলি চিহ্নিত করো (প্রতিটি প্রশ্নের মান-১)
১। মহাবিদ্রোহের এলাকা।
২। মহাবিদ্রোহের কেন্দ্ররূপে ব্যারাকপুর, অযোধ্যা, কানপুর, দিল্লী, ঝাসী, বেরিলি ও মীরাট
বিবৃতিগুলির সঠিক ব্যাখ্যাটি নির্বাচন করো (প্রতিটি প্রশ্নের মান-১)
১। বিবৃতি : শিক্ষিত বাঙালি সমাজ মহাবিদ্রোহকে স্বাগত জানায়নি
ব্যাখ্যা ১: তারা বিদ্রোহীদের স্বার্থের সঙ্গে নিজেদের স্বার্থের কোনো যোগ খুঁজে পায়নি।
ব্যাখ্যা ২ : তারা বিদ্রোহের মধ্যে প্রাক্-ব্রিটিশ যুগের নৈরাজ্যময় অবস্থার পুনরাবির্ভাবের সম্ভাবনা দেখেছিল।
ব্যাখ্যা ৩ : তারা ইংরেজদের প্রতি অনুগত থাকতে চেয়েছিল।
উত্তরঃ ব্যাখ্যা ২
২। বিবৃতি : উনিশ শতককে সভাসমিতির যুগ বলা হয়।
ব্যাখ্যা ১: উনিশ শতকে ভারতে বিভিন্ন রাজনৈতিক সভাসমিতি গড়ে ওঠে।
ব্যাখ্যা ২: ড. অনিল বসু উনিশ শতককে ‘সভাসমিতির যুগ বলে অভিহিত করেছেন।
ব্যাখ্যা ৩: উনিশ শতকের সভাসমিতির মধ্যে সর্বাধিক উল্লেখযোগ্য ছিল জাতীয় কংগ্রেস।
উত্তরঃ ব্যাখ্যা ১
৩। বিবৃতি : গগনেন্দ্রনাথ ঠাকুর চিত্রশিল্পের এক ব্যতিক্রমী উদ্যোগ গ্রহণ করেছিলেন।
ব্যাখ্যা ১: তিনি সমকালীন সমাজ ও সময়ের ছবি আঁকেন।
ব্যাখ্যা ২ : তিনি বাস্তবধর্মী ছবি আঁকার প্রতি মনোনিবেশ করেন।
ব্যাখ্যা ৩: তিনি সমকালীন নানান অসংহতিকে ব্যঙ্গচিত্রের মাধ্যমে তুলে ধরেন।
উত্তরঃ ব্যাখ্যা ৩
৪। বিবৃতি : ১৮৫৭ খ্রিস্টাব্দের বিদ্রোহে দেশীয় সিপাহীরা বিদ্রোহ করে।
ব্যাখ্যা ১।ইংরেজরা দেশীয় সিপাহীদের ওপর অকথ্য অত্যাচার
ব্যাখ্যা ২। দেশীয় সিপাহীদের সঙ্গে ইংরেজরা বৈষম্যমূলক আচরণ।
ব্যাখ্যা ৩ ; দেশীয় সিপাহীরা বিনা বেতনে কাজ করতে বাধ্য হত।
উত্তরঃ ব্যাখ্যা ২

 

সংক্ষিপ্ত প্রশ্ন (প্রতিটি প্রশ্নের মান-২)
১। ‘ইলবার্ট বিল’ কী?
২। সভাসমিতির যুগ” কাকে বলে?
৩। জমিদার সভা গঠনের উদ্দেশ্য কী ছিল?
৪। হিন্দুমেলা গড়ে ওঠার পিছনে কী কারণ ছিল ?
৫। সিপাহীরা তাদের বিদ্রোহকে সংগঠিত করার ক্ষেত্রে কী পদক্ষেপ গ্রহণ করেছিল?
৬। ভারতের ধর্মীয় বিষয়ে গোরার কী উপলদ্ধি ছিল ?
৭। ১৮৫৭-র বিদ্রোহকে কারা, কেন জাতীয় বিদ্রোহ’ বলেছেন?
৮। বঙ্গভাষা প্রকাশিকা’ সভার সীমাবদ্ধতা কী ছিল?
৯। কে, কেন ‘ভাইসরয়’ উপাধি লাভ করেন?
১০। গগনেন্দ্রনাথ ঠাকুরের ব্যঙ্গচিত্রের বিষয় কী ছিল?
১১। শিক্ষিত বাঙালি সমাজ কেন ১৮৫৭-র বিদ্রোহকে সমর্থন করেনি?
১২। ভারতের প্রথম রাজনৈতিক সংগঠন কোনটি এর উদ্দেশ্য কী ছিল?
১৩। মহাবিদ্রোহের সময় বিদ্রোহীরা কাকে, কেন ভারতের সম্রাট’ বলে ঘোষণা করে?
১৪। অযোধ্যাতে মহাবিদ্রোহ কীরূপ আকার ধারণ করেছিল?
১৫। মহারানীর ঘোষণাপত্রের প্রধান ঘোষণাগুলি কী কী?
১৬। হিন্দুমেলা কেন ‘চৈত্রমেলা’ নামে পরিচিত ছিল?
১৭। অস্ত্র আইনের বিরুদ্ধে ভারত সভার আন্দোলন কী ছিল?
১৮। হিন্দুমেলার সঙ্গে যুক্ত কয়েকজন বিশিষ্ট ব্যক্তির নাম লেখো।
১৯। গগনেন্দ্রনাথ ঠাকুরের আঁকা কয়েকটি ব্যঙ্গচিত্রের নাম লেখো।
২০। জাতীয়তাবাদের বিকাশে ‘আনন্দমঠ’-এর ভূমিকা বিশ্লেষণ করো।
বিভাগ-ঘ
বিশ্লেষণধর্মী প্রশ্ন (প্রতিটি প্রশ্নের মান-৪)
১। বঙ্কিমচন্দ্রের ‘আনন্দমঠ উপন্যাসটি কীভাবে জাতীয়তাবাদী ভাবধারা প্রসারের পক্ষে সহায়ক হয়ে উঠেছে?
২। মহাবিদ্রোহকে কি জাতীয় সংগ্রাম বলা যায় ? তোমার উত্তরের সপক্ষে যুক্তি দাও।
৩। ভারতের জাতীয় জাগরণে বর্তমান ভারত ও বিবেকানন্দের ভূমিকা উল্লেখ করো।
৪। টীকা লেখো : বঙ্গভাষা প্রকাশিকা সভা।
৫। ভারত সভা গঠনের উদ্দেশ্যগুলি কী কী ছিল?
৬। ভারতমাতা চিত্রটির মধ্য দিয়ে জাতীয়তাবোধ কীভাবে ফুটে উঠেছে?
৭। ভারতের জাতীয় চেতনার বিকাশে ‘গোরা’ ও বিশ্বকবির ভূমিকা লেখো।
৮। টীকা লেখো : সভাসমিতির যুগ।
৯। জমিদার সভা সম্পর্কে যা জানো লেখো।
১০। মহাবিদ্রোহের প্রত্যক্ষ কারণ কী ছিল?
১১। ১৮৫৭ খ্রিস্টাব্দের মহাবিদ্রোহে বাঙালি বুদ্ধিজীবী শ্রেণির মনোভাব আলোচনা করো।

 

বিভাগ-ঙ

 

বিভাগব্যাখ্যামূলক প্রশ্ন (প্রতিটি প্রশ্নের মান-৮)
১। জাতীয়তাবাদী ভাবধারার ক্ষেত্রে হিন্দুমেলার অবদান উল্লেখ করো।
২। ১৮৫৭ খ্রিস্টাব্দের বিদ্রোহের চরিত্র বিশ্লেষণ করো।
৩। ভারতের জাতীয়তাবাদের বিকাশে সাহিত্যিক ও শিল্পীদের ভূমিকা লেখো।৫+৩
৪। ভারত সভার মূল উদ্দেশ্যগুলি কী কী ছিল? ভারত সভার নেতৃত্বে গড়ে ওঠা বিভিন্ন রাজনৈতিক আন্দোলনগুলির পরিচয় দাও। ৩+৫
৫। কোন্ সময়কে সভাসমিতির যুগ বলা হয়? ওই যুগের সভাসমিতির বৈশিষ্ট্যগুলি লেখো। ৩+৫
৬।গোরা’ উপন্যাসের মধ্য দিয়ে স্বদেশ ভাবনা ও জাতীয়তাবোধ কীভাবে ফুটে উঠেছে, তা আলোচনা করো।
৭। লেখায় ও রেখায় জাতীয়তাবোধের বিকাশের পরিচয় দাও। ৫+৩

মাধ্যমিক সাজেশন ২০২৪ – Madhyamik Suggestion 2024

আরোও দেখুন:-

Madhyamik Bengali Suggestion 2024 Click Here

আরোও দেখুন:-

Madhyamik English Suggestion 2024 Click Here

আরোও দেখুন:-

Madhyamik Geography Suggestion 2024 Click Here

আরোও দেখুন:-

Madhyamik History Suggestion 2024 Click Here

আরোও দেখুন:-

Madhyamik Life Science Suggestion 2024 Click Here

আরোও দেখুন:-

Madhyamik Mathematics Suggestion 2024 Click Here

আরোও দেখুন:-

Madhyamik Physical Science Suggestion 2024 Click Here

আরোও দেখুন:-

Madhyamik Suggestion 2024 Click Here

FILE INFO : Madhyamik History Suggestion – WBBSE with PDF Download for FREE | মাধ্যমিক ইতিহাস সাজেশন বিনামূল্যে ডাউনলোড | সংঘবদ্ধতার গোরার কথা (চতুর্থ অধ্যায়) (অতিসংক্ষিপ্ত ও সংক্ষিপ্ত প্রশ্নোত্তর)

 

File Details:
PDF Name : সংঘবদ্ধতার গোরার কথা (চতুর্থ অধ্যায়) | মাধ্যমিক ইতিহাস সাজেশন
Language : History
Size : 410.5 kb 
No. of Pages : 6
Download Link : Click Here To Download
বিভিন্ন স্কুল বোর্ড পরীক্ষা, প্রতিযোগিতা মূলক পরীক্ষার সাজেশন, অতিসংক্ষিপ্ত, সংক্ষিপ্ত ও রোচনাধর্মী প্রশ্ন উত্তর (All Exam Guide Suggestion, MCQ Type, Short, Descriptive Question and answer), প্রতিদিন নতুন নতুন চাকরির খবর (Job News in History) জানতে এবং সমস্ত পরীক্ষার এডমিট কার্ড ডাউনলোড (All Exam Admit Card Download) করতে winexam.in ওয়েবসাইট ফলো করুন, ধন্যবাদ।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here