ভারতের কৃষিতে জলসেচের প্রয়োজনীয়তা আলোচনা করো – প্রশ্ন ও উত্তর | ভূগোল

0

ভারতের কৃষিতে জলসেচের প্রয়োজনীয়তা আলোচনা করো – প্রশ্ন ও উত্তর | ভূগোল – Geography | মাধ্যমিক সাজেশন – Madhyamik Suggestion with PDF

ভারতের কৃষিতে জলসেচের প্রয়োজনীয়তা আলোচনা করো - প্রশ্ন ও উত্তর | ভূগোল
ভারতের কৃষিতে জলসেচের প্রয়োজনীয়তা আলোচনা করো – প্রশ্ন ও উত্তর | ভূগোল

 

ভারতের কৃষিতে জলসেচের প্রয়োজনীয়তা আলোচনা করো – প্রশ্ন ও উত্তর | ভূগোল – Geography | মাধ্যমিক সাজেশন – Madhyamik Suggestion PDF নিচে দেওয়া হল। এই প্রশ্নউত্তর আগামী মাধ্যমিক পরীক্ষার জন্য খুব ইম্পর্টেন্ট । আপনারা যারা  ভারতের কৃষিতে জলসেচের প্রয়োজনীয়তা আলোচনা করো – প্রশ্ন ও উত্তর | ভূগোল – Geography এর কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন ও উত্তর খুঁজে চলেছেন, তারা নিচে দেওয়া প্রশ্ন ও উত্তর ভালো করে পড়তে পারেন। 

 

ভারতের কৃষিতে জলসেচের প্রয়োজনীয়তা আলোচনা করো – প্রশ্ন ও উত্তর | ভূগোল – Geographyমাধ্যমিক সাজেশন (Madhyamik Suggestion) in Bengali with PDF ফাইলের ডাউনলোড লিঙ্ক নিচে দেওয়া রয়েছে। 

 

ভারতের কৃষিতে জলসেচের প্রয়োজনীয়তা আলোচনা করো – ভূগোল

 

উত্তরঃ কৃষিজমিতে কৃত্রিম উপায়ে সঠিক সময়ে এবং পরিমিত মাত্রায় জল সরবরাহ ব্যবস্থাকে জলসেচ বলে। ভারতের মতো কৃষিপ্রধান দেশের কৃষিকাজ প্রধানত মৌসুমী বৃষ্টিপাতের উপর নির্ভরশীল। কিন্তু মৌসুমি বায়ুর খামখেয়ালী চরিত্রের কারণে বৃষ্টিপাতের অনিশ্চয়তার জন্য এদেশের কৃষিজমিতে প্রায়ই জল সরবরাহ ব্যাহত হয়।ফলস্বরূপ এদেশের কৃষিকাজ ভীষণ ভাবে ক্ষতিগ্রস্থ হওয়ার সম্ভাবনা থাকে। তাই এদেশের কৃষিকাজের উপর জলসেচের গুরুত্ব অপরিসীম। নিম্নে ভারতের কৃষিতে জলসেচের প্রয়োজনীয়তা আলোচনা করা হল।

 

1. মৌসুমী বায়ুর খামখেয়ালি চরিত্র : ভারতের কৃষিকাজ প্রধানত মৌসুমী বায়ুর আগমন ও প্রত্যাগমনের উপর নির্ভরশীল। কিন্তু এই বায়ু কখনো নির্দিষ্ট সময়ের আগে ও পরে আসে। আবার কখনো নির্দিষ্ট সময়ের আগে ও পরে প্রত্যাগমন করে। তাই কখনো অধিক বৃষ্টিপাতের কারণে বন্যা এবং কখনোবা অনাবৃষ্টি জনিত কারণে খরা সৃষ্টি হয়। এই সমস্যা সমাধানের জন্য ভারতের কৃষিতে জলসেচের প্রয়োজন হয়।

 

2. বৃষ্টিপাতের অনিশ্চয়তা : মৌসুমী বায়ুর খামখেয়ালি চরিত্রের জন্য ভারতে কোন কোন বছর গড় বৃষ্টিপাতের তুলনায় অধিক বৃষ্টিপাত হয়। আবার কোন কোন বছর গড় বৃষ্টিপাতের তুলনায় কম বৃষ্টিপাত হয়। এরফলে এদেশের কৃষিকাজ ভীষণভাবে ক্ষতিগ্রস্ত হয়। সুতরাং ভারতের মতো উন্নয়নশীল দেশের কৃষিকাজে বৃষ্টিপাতের এই অনিশ্চয়তার প্রতিকার একমাত্র জলসেচের দ্বারাই সম্ভব।

 

3 বৃষ্টিপাতের অসম বন্টন : ভারতের সর্বত্র বৃষ্টিপাতের পরিমাণ সমান নয়। এদেশের পূর্ব দিক থেকে পশ্চিম দিকে বৃষ্টিপাতের পরিমাণ ক্রমশ কমতে থাকে। যেমন- এদেশের মেঘালয় মালভূমি অঞ্চল বৃষ্টিপাতের পরিমাণ খুব বেশি, দাক্ষিণাত্য মালভূমি অঞ্চলে বৃষ্টিপাতের পরিমাণ অপেক্ষাকৃত কম এবং নদী তীরবর্তী গাঙ্গেয় সমভূমি অঞ্চলে বৃষ্টিপাতের পরিমাণ মাঝারি ধরনের হয়। এছাড়া উত্তর-পশ্চিম ও মধ্য ভারতে 75 সেমির কম এবং পশ্চিম ভারতে 50 সেমিরও কম বৃষ্টিপাত হয়। এইরকম কম ও মাঝারি বৃষ্টিপাত যুক্ত অঞ্চলের কৃষি জমিতে জল সরবরাহ অব্যাহত রাখার জন্য জল সেচের প্রয়োজন হয়।

 

4. বৃষ্টিহীন শুষ্ক শীতকাল : ভারতের পূর্ব উপকূলের দক্ষিণ-পশ্চিমাংশ এবং উত্তর-পশ্চিম ভারতের কিছু অঞ্চল ছাড়া ভারতের বেশিরভাগ অঞ্চলে শীতকালে বৃষ্টিপাত প্রায় হয় না বললেই চলে। কিন্তু ভারতের বিভিন্ন অঞ্চলের কৃষি জমিতে শীতকালে প্রচুর পরিমাণে রবি শস্য চাষ করা হয়। এই রবিশস্যের জমিতে জল সরবরাহ অব্যাহত রাখার জন্য জল সেচের প্রয়োজন হয়।

 

5. মৃত্তিকার জল ধারণ ক্ষমতা : বিভিন্ন মৃত্তিকার জল ধারণ ক্ষমতা বিভিন্ন হয়।ভারতের বিভিন্ন অঞ্চলে বিভিন্ন ধরনের মৃত্তিকা দেখা যায়। এদেশের যে সমস্ত অঞ্চল পলি, বালি, ল্যাটেরাইট মৃত্তিকা দ্বারা গঠিত, সেই সমস্ত অঞ্চলের কৃষিজমিতে কৃষিকাজের জন্য জলসেচের প্রয়োজন হয়। কারণ এই সমস্ত মৃত্তিকার জল ধারণ ক্ষমতা কম।
৬)কৃষি উৎপাদন বৃদ্ধি : ভারতের ক্রমবর্ধমান জনসংখ্যার খাদ্যের চাহিদা পূরণের জন্য জমিতে উচ্চ ফলনশীল বীজ ব্যবহার করে খাদ্যশস্যের উৎপাদন বৃদ্ধি করা হয়।এই উচ্চ ফলনশীল বীজ ব্যবহার করে খাদ্যশস্য উৎপাদনের জন্য কৃষিজমিতে পর্যাপ্ত পরিমাণে জলসেচের প্রয়োজন হয়।

 

উপরিলিখিত বিষয়গুলি ছাড়াও বিভিন্ন প্রকার ফসল চাষের জন্য বিভিন্ন পরিমাণ জলের প্রয়োজনীয়তা, একই জমিতে একাধিকবার ফসল উৎপাদন, পতিত জমিতে কৃষি জমিতে রূপান্তর এবং বিভিন্ন ঋতুতে বাষ্পীভবনের তারতম্যের কারণে ভারতের কৃষিতে জলসেচের প্রয়োজন হয়।

 

ভারতের কৃষিতে জলসেচের প্রয়োজনীয়তা আলোচনা করো | ভূগোল – Geography | মাধ্যমিক সাজেশন – Madhyamik Suggestion 

 

ভারতের কৃষিতে জলসেচের প্রয়োজনীয়তা আলোচনা করো – প্রশ্ন ও উত্তর | ভূগোল – Geography PDF ভালোভাবে জেনে রাখুন, তাহলে যেকোনো পরীক্ষায় আসা প্রশ্নের উত্তর খুব সহজেই দিতে পারবেন। সুতরাং সময় অপচয় না করে, নিচে দেওয়া লিঙ্ক থেকে বিনামূল্যে ভারতের কৃষিতে জলসেচের প্রয়োজনীয়তা আলোচনা করো – প্রশ্ন ও উত্তর | ভূগোল – Geography PDF টি ডাউনলোড করে নিন এবং পরীক্ষা প্রস্তুতির ধারাবাহিকতা বজায় রাখুন।

মাধ্যমিক সাজেশন ২০২৩ – Madhyamik Suggestion 2023

আরোও দেখুন:-

Madhyamik Bengali Suggestion 2023 Click Here

আরোও দেখুন:-

Madhyamik English Suggestion 2023 Click Here

আরোও দেখুন:-

Madhyamik Geography Suggestion 2023 Click Here

আরোও দেখুন:-

Madhyamik History Suggestion 2023 Click Here

আরোও দেখুন:-

Madhyamik Physical Science Suggestion 2023 Click Here

আরোও দেখুন:-

Madhyamik Life Science Suggestion 2023 Click Here

আরোও দেখুন:-

Madhyamik Mathematics Suggestion 2023 Click Here

FILE INFO : ভারতের কৃষিতে জলসেচের প্রয়োজনীয়তা আলোচনা করো – প্রশ্ন ও উত্তর | ভূগোল – Geography | মাধ্যমিক সাজেশন – Madhyamik Suggestion in Bengali with PDF Download Link

 

File Details: 
PDF Name : ভারতের কৃষিতে জলসেচের প্রয়োজনীয়তা আলোচনা করো – ভূগোল – Geography (PDF) 
Organized by : BhugolShiksha.com and WiN EXAM Institute
Prepared by : Experienced Teachers
No. of Pages : 2
Download Link : Click Here To Download
আরোও দেখুন:-
জেনারেল নলেজ – General Knowledge in bengali Click Here

 

আরোও দেখুন:-
মাধ্যমিক সমস্ত বিষয়ের সাজেশন – Madhyamik All Subject Suggestion Click Here

 

আরোও দেখুন:-
উচ্চমাধ্যমিক সাজেশন – HS Suggestion Click Here

 

ভারতের কৃষিতে জলসেচের প্রয়োজনীয়তা আলোচনা করো – প্রশ্ন ও উত্তর | ভূগোল – Geography | মাধ্যমিক সাজেশন (দশম শ্রেণী) – Madhyamik Suggestion ( Class 10th X) with PDF

ভারতের কৃষিতে জলসেচের প্রয়োজনীয়তা আলোচনা করো – প্রশ্ন ও উত্তর | ভূগোল – Geography | মাধ্যমিক সাজেশন (দশম শ্রেণী) – Madhyamik Suggestion (Class 10th X) with PDF : ভারতের কৃষিতে জলসেচের প্রয়োজনীয়তা আলোচনা করো – প্রশ্ন ও উত্তর | ভূগোল – Geography | মাধ্যমিক সাজেশন (দশম শ্রেণী) – Madhyamik Suggestion (Class 10th X) with PDF পেয়ে আশা করি আপনারা উপকৃত হবেন। এই ভারতের কৃষিতে জলসেচের প্রয়োজনীয়তা আলোচনা করো – প্রশ্ন ও উত্তর | ভূগোল – Geography প্রশ্ন ও উত্তর সমস্ত প্রতীক্ষা প্রস্তুতিতে আপনাকে অনেক সাহায্য করবে। উপকৃত হলে এই ভারতের কৃষিতে জলসেচের প্রয়োজনীয়তা আলোচনা করো – প্রশ্ন ও উত্তর | ভূগোল – Geography | মাধ্যমিক সাজেশন (দশম শ্রেণী) – Madhyamik Suggestion (Class 10th X) with PDF টি সবার সাথে শেয়ার করুন।

 

ভারতের কৃষিতে জলসেচের প্রয়োজনীয়তা আলোচনা করো

ভারতের কৃষিতে জলসেচের প্রয়োজনীয়তা আলোচনা করো : ভারতের কৃষিতে জলসেচের প্রয়োজনীয়তা আলোচনা করো – প্রশ্ন ও উত্তর | ভূগোল । ভারতের কৃষিতে জলসেচের প্রয়োজনীয়তা আলোচনা করো – প্রশ্ন ও উত্তর | ভূগোল। ভারতের কৃষিতে জলসেচের প্রয়োজনীয়তা আলোচনা করো – প্রশ্ন ও উত্তর | ভূগোল । ভারতের কৃষিতে জলসেচের প্রয়োজনীয়তা আলোচনা করো – প্রশ্ন ও উত্তর | ভূগোল। ভারতের কৃষিতে জলসেচের প্রয়োজনীয়তা আলোচনা করো – প্রশ্ন ও উত্তর | ভূগোল । ভারতের কৃষিতে জলসেচের প্রয়োজনীয়তা আলোচনা করো – প্রশ্ন ও উত্তর | ভূগোল। ভারতের কৃষিতে জলসেচের প্রয়োজনীয়তা আলোচনা করো – প্রশ্ন ও উত্তর | ভূগোল । ভারতের কৃষিতে জলসেচের প্রয়োজনীয়তা আলোচনা করো – প্রশ্ন ও উত্তর | ভূগোল। ভারতের কৃষিতে জলসেচের প্রয়োজনীয়তা আলোচনা করো – প্রশ্ন ও উত্তর | ভূগোল – Geography | মাধ্যমিক সাজেশন – Madhyamik Suggestion PDF. ভারতের কৃষিতে জলসেচের প্রয়োজনীয়তা আলোচনা করো – প্রশ্ন ও উত্তর | ভূগোল – Geography | মাধ্যমিক সাজেশন (দশম শ্রেণী) – Madhyamik Suggestion (Class 10th X) with PDF. ভারতের কৃষিতে জলসেচের প্রয়োজনীয়তা আলোচনা করো – প্রশ্ন ও উত্তর | ভূগোল ।

 

ভারতের কৃষিতে জলসেচের প্রয়োজনীয়তা আলোচনা করো – প্রশ্ন ও উত্তর | ভূগোল – Geography | মাধ্যমিক সাজেশন – Madhyamik Suggestion with PDF

ভারতের কৃষিতে জলসেচের প্রয়োজনীয়তা আলোচনা করো – প্রশ্ন ও উত্তর | ভূগোল – Geography | মাধ্যমিক সাজেশন – Madhyamik Suggestion with PDF : ভারতের কৃষিতে জলসেচের প্রয়োজনীয়তা আলোচনা করো – প্রশ্ন ও উত্তর | ভূগোল – Geography | মাধ্যমিক সাজেশন (দশম শ্রেণী) – Madhyamik Suggestion (Class 10th X) with PDF.
   আশা করি এই (ভারতের কৃষিতে জলসেচের প্রয়োজনীয়তা আলোচনা করো – প্রশ্ন ও উত্তর | ভূগোল – Geography | মাধ্যমিক সাজেশন – Madhyamik Suggestion PDF) পোস্টটি থেকে আপনি উপকৃত হবেন। এছাড়াও বিভিন্ন স্কুল বোর্ড পরীক্ষা, প্রতিযোগিতা মূলক পরীক্ষার সাজেশন, অতিসংক্ষিপ্ত, সংক্ষিপ্ত ও রোচনাধর্মী প্রশ্ন উত্তর (All Exam Guide Suggestion, MCQ Type, Short, Descriptive Question and answer), প্রতিদিন নতুন নতুন চাকরির খবর (Job News in Bengali) জানতে এবং সমস্ত পরীক্ষার এডমিট কার্ড ডাউনলোড (All Exam Admit Card Download) করতে winexam.in ওয়েবসাইট ফলো করুন, ধন্যবাদ।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here