সাধারণ জ্ঞান থেকে ১২০ টি প্রশ্ন ও উত্তর পর্ব-১ | General Knowledge PDF

0

সাধারণ জ্ঞান থেকে ১২০ টি প্রশ্ন ও উত্তর | জেনারেল নলেজ – General Knowledge GK PDF

সাধারণ জ্ঞান থেকে ১২০ টি প্রশ্ন ও উত্তর | General Knowledge PDF
সাধারণ জ্ঞান থেকে ১২০ টি প্রশ্ন ও উত্তর | General Knowledge PDF

সাধারণ জ্ঞান থেকে ১২০ টি প্রশ্ন ও উত্তর | জেনারেল নলেজ – General Knowledge PDF নিচে দেওয়া হল। এই প্রশ্নউত্তর যেকোনো সরকারি ও বেসরকারি (All competitive exam : Government Jobs and Private Jobs) পরীক্ষার জন্য খুব ইম্পর্টেন্ট । আপনারা যারা জেনারেল নলেজ (General Knowledge) থেকে সাধারণ জ্ঞান থেকে ১২০ টি প্রশ্ন ও উত্তর এর কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন ও উত্তর (MCQ) খুঁজে চলেছেন, তারা নিচে দেওয়া প্রশ্ন ও উত্তর ভালো করে পড়তে পারেন। 

সাধারণ জ্ঞান থেকে ১২০ টি প্রশ্ন ও উত্তর  বা জেনারেল নলেজ (General Knowledge) in Bengali with PDF ফাইলের ডাউনলোড লিঙ্ক নিচে দেওয়া রয়েছে। 

সাধারণ জ্ঞান থেকে ১২০ টি প্রশ্ন ও উত্তর

সাধারণ জ্ঞান থেকে ১২০ টি প্রশ্ন ও উত্তর : সাধারণ জ্ঞান থেকে ১২০ টি প্রশ্ন ও উত্তর নিয়ে নিচে আলোচনা করা হয়েছে। 

১. কে প্রথম মহিলা হিসেবে সাহিত্য একাডেমী পুরস্কার পেলেন?
উত্তরঃ অমৃতা প্রীতম

২. ভারতীয় রেলের ম্যাসকট কি ?
উত্তরঃ ভোলু নামক হাতি, ২০০২ সাল থেকে চালু হয়

৩. স্বাধীন ভারতের প্রথম রেল মন্ত্রী ছিলেন কে?
উত্তরঃ জন ম্যাথাই

৪. সুন্দরী মহিলা কে ভয় পাওয়া কে ইংলিশ এ কোন ভীতি বলে?
উত্তরঃ Venustraphobia/ Caligynephobia

৫. প্রথম ভারতীয় মহিলা হিসেবে প্যারাঅলিম্পিকে পদক কে পান?
উত্তরঃ দীপা মালিক

৬. বিশ্ব ক্যান্সার দিবস কবে পালিত হয়?
উত্তরঃ ৪ ফেব্রুয়ারী ( 4th February )

৭. “Dilli Meri Dilli : Before and after 1998 ” – বইটি কার লেখা?
উত্তরঃ শীলা দীক্ষিত

৮. তুলোতন্তু ফুসফুসে প্রবেশ করলে যে রোগটি হয় সেটি হলো
উত্তরঃ বিসিনোসিস

৯.” The Origin of Species by Means of Natural Selection” – গ্রন্থটির রচয়িতা হলেন
উত্তরঃ ডারউইন

১০. ভারতে আদমশুমারি কত বছর অন্তর করা হয়?
উত্তরঃ ১০

১১. প্রথম রেলপথ তৈরি হয় কোন দেশে?
উত্তরঃ ইংল্যান্ড

১২. কলকাতা মেডিক্যাল কলেজ কত সালে প্রতিষ্ঠিত হয়?
উত্তরঃ ১৮৩৫

১৩. ভারতে জন্মগ্রহণকারী কোন জ্যোতি পদার্থবিজ্ঞানী, ১৯৮৩ সালে তাঁর জন্মদিনে নোবেল প্রাইজ পেয়েছিলেন?
উত্তরঃ এস চন্দ্রশেখর

১৪. ব্রহ্মানন্দ নামে কে পরিচিত?
উত্তরঃ কেশবচন্দ্র সেন

১৫. কে আবিষ্কার করেন যে আলোকরশ্মি প্রিজমের মধ্য দিয়ে গেলে সাতটি রঙে বিভক্ত হয়?
উত্তরঃ আইজাক নিউটন

১৬. নালন্দা বিশ্ববিদ্যালয় কোন গুপ্ত শাসক স্থাপন করেন?
উত্তরঃ প্রথম কুমারগুপ্ত

১৭. দিল্লির সিংহাসনে প্রথম মহিলা শাসক কে ছিলেন?
উত্তরঃ রাজিয়া সুলতানা

১৮. কে এম কারিয়াপ্পা কে ছিলেন?
উত্তরঃ প্রথম ভারতীয় কমান্ডার ইন চিফ

১৯. বেতাল পঞ্চবিংশতি গ্রন্থটির লেখক কে ?
উত্তরঃ ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর

২০. যার সম্মতি ছাড়া সংসদ এলাকায় কোনো সাংসদকে গ্রেফতার করা যাই না তিনি হলেন
উত্তরঃ স্পিকার

২১. পেশীর ক্লান্তির জন্য দায়ী পদার্থটির নাম কি?
উত্তরঃ ল্যাকটিক অ্যাসিড

২২. বল্লালসেনের গুরু কে ছিলেন?
উত্তরঃ অনিরুদ্ধ

২৩. দিল্লির কোন সুলতান দাস কেনাবেচা বন্ধ করেছিলেন?
উত্তরঃ ফিরোজ শাহ তুঘলক

২৪. বিশ্বের প্রথম রোবট হিসেবে কে নাগরিকত্ব পেলো?
উত্তরঃ সোফিয়া

২৫. তাঁতিয়া টোপীর প্রকৃত নাম কি ছিল?
উত্তরঃ রামচন্দ্র পানডুরঙ্গ

২৬. ঝাঁসির রাণী লক্ষ্মীবাঈয়ের স্বামী তথা ঝাঁসির মহারাজার নাম কি ছিল?
উত্তরঃ গঙ্গাধর রাও

২৭. মাউন্ট এভারেস্ট নেপালে কি নাম পরিচিত?
উত্তরঃ সাগরমাথা

২৮. “ভূত পেত্নীর দেশ” চিত্রকলার শিল্পী কে?
উত্তরঃ অবনীন্দ্রনাথ ঠাকুর

২৯. বাংলার নানাসাহেব নাম কে পরিচিত?
উত্তরঃ রামরতন মল্লিক

৩০. কত সালে ৫০ পয়সার কয়েন তৈরী বন্ধ হয়?
উত্তরঃ ২০

৩১. আকবর এর প্রিয় পাত্র বিরবল এর আসল নাম কি ছিল?
উত্তরঃ মহেশ দাস

৩২. ভারতের কোন অর্থমন্ত্রী সব থেকে বেশি বার বাজেট পেশ করেছেন সংসদে?
উত্তরঃ মোরারজি দেশাই

৩৩. ভারতের কোন প্রতিবেশী দেশকে Druk Yul কে বলা হয়?
উত্তরঃ ভুটান

৩৪. ১৮৯৩ সালের শিকাগো ধর্মসভায় স্বামীজি বাদে অংশগ্রহণকারী আরেকজন বাঙালির নাম কি?
উত্তরঃ প্রতাপ চন্দ্র মজুমদার

৩৫. বিছুটি গাছের পাতায় কোন অ্যাসিড থাকে?
উত্তরঃ ফর্মিক অ্যাসিড

৩৬. জ্বলন্ত পাথর কোন মৌল কে বলা হয়?
উত্তরঃ সালফার

৩৭. কোন প্রাণীর কামড়ে সব থেকে বেশি মানুষ মারা যায় প্রত্যেক বছর?
উত্তরঃ মশা

৩৮. “Terror of Bengal” কাকে বলা হয়?
উত্তরঃ কচুরিপানা

৩৯. বাঘের রাজ্য ভারতের কোন রাজ্যকে বলা হয়?
উত্তরঃ মধ্যপ্রদেশ

৪০. কোন Governor General নিজেকে Bengal Tiger বলতেন?
উত্তরঃ ওয়েলেসলি

৪১. তেলেঙ্গানা রাজ্যের প্রথম মুখ্যমন্ত্রী কে ?
উত্তরঃ কে. চন্দ্রশেখর রাও

৪২. ম্যাপেল গাছের পাতা কোন দেশের জাতীয় প্রতীক ?
উত্তরঃ ক্যানাডা

৪৩. “জয় জওয়ান, জয় কিষান ” – এই উক্তিটি কার ?
উত্তরঃ লালবাহাদুর শাস্ত্রী

৪৪. বেঙ্গল কেমিক্যালস এর প্রতিষ্ঠাতা কে ?
উত্তরঃ প্রফুল্লচন্দ্র রায়

৪৫. সিপাহী বিদ্রোহ ( ১৮৫৭) কে “স্বাধীনতার প্রথম যুদ্ধ” বলেছিলেন?
উত্তরঃ বীর সাভারকার

৪৬. শিবসমুদ্রম জলপ্রপাত কোন নদীতে দেখা যায়?
উত্তরঃ কাবেরী

৪৭. কোন ভারতীয় প্রথম মহাকাশে গিয়েছিলেন?
উত্তরঃ রাকেশ শর্মা

৪৮. কোন ধরণের কয়লার তাপনমূল্য সব থেকে বেশি?
উত্তরঃ এনথ্রাসাইট

৪৯. পাকা পেঁপের হলুদ রং হয় কিসের উপস্থিতির কারণে?
উত্তরঃ ক্যারোটিন

৫০. কঠিন আয়োডিন এর রং কি ?
উত্তরঃ কালচে বেগুনি ( Blackish-Purple)

৫১. কে ভারতবর্ষের জাতীয় পতাকার নকশা করেছিলেন?
উত্তরঃ পিঙ্গালি ভেঙ্কাইয়া

৫২. উইংস অফ ফায়ার ( Wings of Fire) গ্রন্থটির লেখক কে ?
উত্তরঃ এ পি জে আব্দুল কালাম

৫৩. ভারতবর্ষের বিসমার্ক কাকে বলা হয়?
উত্তরঃ বল্লভভাই প্যাটেল

৫৪. শেষ মুঘল সম্রাট কে ছিলেন?
উত্তরঃ বাহাদুর শাহ জাফর

৫৫. এশিয়ান গেমসে প্রথম স্বর্ণপদক জয়ী ভারতীয় মহিলার নাম কি ?
উত্তরঃ কমোলজিৎ সিন্ধু

৫৬. ভারতবর্ষের কোন রাজ্য অন্যান্য রাজ্যগুলির সঙ্গে সবচেয়ে বেশি সীমানা দ্বারা যুক্ত?
উত্তরঃ উত্তর প্রদেশ

৫৭. উড়ন্ত শিখ ( Flying Sikh) নামে কে পরিচিত?
উত্তরঃ মিলখা সিং

৫৮. রান্নার সময় যে ভিটামিন তাপের কারণে নষ্ট হয়ে যায় সেটি হলো?
উত্তরঃ ভিটামিন C

৫৯. জাতীয় বিজ্ঞান দিবস কবে পালন করা হয়?
উত্তরঃ ২৮ ফেব্রুয়ারী

৬০. ভারতের কোন রাজ্যের তিনদিকে বাংলাদেশের সীমানা রয়েছে ?
উত্তরঃ ত্রিপু

৬১. বোম্বে শহরটির নাম পাল্টে মুম্বাই হয় কোন সালে?
উত্তর : ১৯৯৫

৬২. আয়তন অনুযায়ী ভারতের সব থেকে বড়ো লোকসভা কেন্দ্র কোনটি?
উত্তর : লাদাখ

৬৩. রাজ্যসভায় পচিমবঙ্গের সিট কটি?
উত্তর : ১৬

৬৪. আলেকজেন্ডার কতদিন ভারতে ছিলেন?
উত্তর : ১৯ মাস

৬৫. পুষ্যমিত্র শুঙ্গ কতগুলি অশ্বমেধ যজ্ঞ করেছিলেন?
উত্তর : ২ টি

৬৬. কার শাসনকালে সুদর্শন হ্রদ খনন করা হয়?
উত্তর : চন্দ্রগুপ্ত মৌর্য

৬৭. পাল বংশের প্রতিষ্ঠাতার নাম কি ?
উত্তর : গোপাল

৬৮. সুদামা গুহা কে নির্মাণ করেন?
উত্তর : সম্রাট অশোক

৬৯. জুনা খাঁ কার প্রকৃত নাম?
উত্তর : মোহাম্মদ বিন তুঘলক

৭০. ওয়াসিংটন কোন নদীর তীরে অবস্থিত?
উত্তর : পোটোম্যাক

৭১. অশোকের শিলালিপির পাঠোদ্ধার প্রথম কে করেন?
উত্তর : জেমস প্রিন্সেপ

৭২. কলকাতা মেডিকেল কলেজ এর জন্য কে জমি দিয়েছিলেন?
উত্তর : মতিলাল শীল

৭৩. কার আদেশে বদায়ুনী, ব্যাসের মহাভারতের কিছু অংশ পারসীতে অনুবাদ করেছিলেন?
উত্তর : আকবর

৭৪. মাদ্রাজ শহরটির নাম পাল্টে চেন্নাই হয় কোন সালে?
উত্তর : ১৯৯৬

৭৫. চৈতন্যদেব কবে, কোথায় দেহত্যাগ করেছিলেন?
উত্তর : ১৫৩৪ খ্রিস্টাব্দে ( 1534 AD ) , পুরী ( নীলাচল )

৭৬. লোকসভায় পচিমবঙ্গের সিট কটি?
উত্তর : ৪২ (42)

৭৭. আলেক্সজান্ড্রিয়া বন্দরটি কোন নদীর তীরে অবস্থিত?
উত্তর : নীলনদ

৭৮. মানবদেহের সব থেকে বড়ো লসিকা গ্রন্থির নাম কি ?
উত্তর : প্লীহা

৭৯. “মায়ের দেওয়া মোটা কাপড়” – গানটির রচয়িতা কে ?
উত্তর : রজনীকান্ত সেন

৮০. ওজন ছিদ্রের মান কোন এককে প্রকাশ করা হয়?
উত্তর : ডাবসন

৮১. ভারতের স্বাধীনতা লাভের সময় কাশ্মীরের রাজা কে ছিলেন?
উত্তর : হরি সিং

৮২. Calcutta শহরটির নাম পাল্টে Kolkata হয় কোন সালে?
উত্তর : ২০০১

৮৩. ভারতের প্রথম রোবট ট্রাফিক পুলিশ কোন শহরে চালু হয়?
উত্তর : ইন্দোর

৮৪. রেনাল স্টোন বা কিডনি তে পাথর হয় কোন ভিটামিন এর অভাবে?
উত্তর : ভিটামিন – A

৮৫. তিস্তা নদীর ওপরে নির্মিত সেবক এর কাছে ব্রিজ টির নাম কি?
উত্তর : করোনেশন ব্রিজ ( Coronation Bridge )

৮৬. উত্তরাখন্ড এর জিম করবেট ন্যাশনাল পার্কের আগের নাম কি ছিল?
উত্তর : হেইলি ন্যাশনাল পার্ক ( ১৯৩৬ – ১৯৫৪ ) , রামগঙ্গা ন্যাশনাল পার্ক ( ১৯৫৪-১৯৫৫)

৮৭. কোন বিপ্লবী বাংলার “অগ্নিকন্যা” নাম পরিচিত ছিলেন?
উত্তর : কল্পনা দত্ত

৮৮. সাইমন কমিশনের সদস্য সংখ্যা কত ছিল?
উত্তর : ৭

৮৯. লোকসভায় নো-কোনডিফেন্স মোশন আনার জন্য কমপক্ষে কতজন সদস্যের প্রয়োজন হয়?
উত্তর : ৫০ জন

৯০. নর্মদা এবং তাপ্তি নদীর মাঝে কোন পর্বত অবস্থিত?
উত্তর : সাতপুরা

৯১. আকাশবাণীর নামকরণ কে করেন?
উত্তরঃ রবীন্দ্রনাথ ঠাকুর

৯২. পৃথিবীর শেষ পুরুষ সাদা একশৃঙ্গ গন্ডারের নাম কি ছিল?
উত্তরঃ সুদান

৯৩. কাকে ভারতের প্রথম স্বদেশী কার্টুনিস্ট বলা হয়?
উত্তরঃ গগনেন্দ্রনাথ

৯৪. “A Grammar of the Bengal Language” – বইটির বাংলা অক্ষরগুলির ছাঁচ কে তৈরী করেন?
উত্তরঃ চার্লস উইলকিন্স

৯৫. লোকসভার কতগুলি আসন কেন্দ্রশাসিত অঞ্চলগুলির জন্য বরাদ্দ?
উত্তরঃ ২০ টি

৯৬. দিল্লির কোন সুলতান মৃত্যুদণ্ড বা সিয়াসত তুলে দেন?
উত্তরঃ ফিরোজ শাহ তুঘলক

৯৭. লা লা ল্যান্ড একটি বিখ্যাত অস্কার জেতা চলচিত্র, আবার লা লা ল্যান্ড একটি শহরের ডাক নাম | শহরটির আসল নাম কি ?
উত্তরঃ লস এঞ্জেলেস

৯৮. প্ল্যাটিনাম দ্বারা হাইড্রোজেনের শোষণ কে কি বলে?
উত্তরঃ অন্তর্ধিতি
৯৯. পন্ডিচেরী ভারতের একটি কেন্দ্র শাসিত অঞ্চল | পন্ডিচেরী শব্দটির অর্থ কি?
উত্তরঃ নতুন শহর ( New Town )

১০০. আফগানিস্তান কোন বছর SAARC এর সদস্যপদ পেয়েছিলো?
উত্তরঃ ২০

১০১. পশ্চিমবঙ্গের প্রথম মুখ্যমন্ত্রীর নাম কি ?
উত্তরঃ প্রফুল্ল চন্দ্র ঘোষ

১০২. আন্তর্জাতিক বিচারালয়ে (International Court of Justice ) কতগুলি বিচারক থাকেন?
উত্তরঃ ১৫

১০৩. ভারতের সংবিধান অনুযায়ী কার স্বেচ্ছাধীন ক্ষমতা রয়েছে ?
উত্তরঃ রাজ্যপাল

১০৪. কে অরবিন্দ ঘোষকে “স্বদেশিকতার ধর্মগুরু” আখ্যা দেন?
উত্তরঃ বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়

১০৫. ভারতের কোন রাজ্যে নারকেল গাছকে স্টেট ট্রি আখ্যা দেওয়া হয়েছে?
উত্তরঃ গোয়া

১০৬. মায়ানমারের সর্বোচ্চ শৃঙ্গের নাম কি ?
উত্তরঃ কাকাবোরাজি

১০৭. “To India – My Native Land ” – এই বিখ্যাত কবিতাটির রচয়িতা কে ?
উত্তরঃ ডিরোজিও

১০৮. “The Black Death ” কোন রোগ কে বলা হয় ?
উত্তরঃ প্লেগ

১০৯. কোন গাছের কাঠকে সজারু কাঠ বলা হয়?
উত্তরঃ নারকেল

১১০. হৃদপেশী ক্লান্ত হয় না কেন?
উত্তরঃ প্রচুর পরিমানে মাইট্রকনড্রিয়া থাকার জন্য

১১১. ভারতের কোন উপকূলে বছরে দুবার বৃষ্টিপাত হয়?
উত্তরঃ করমন্ডল

১২০. কোন গাছ কে জীবন বৃক্ষ বলা হয়?
উত্তরঃ খেজুর গাছ

১১৩. ভারতের কোন রাজ্য কে “সমুদ্রের দান” বলা হয়?
উত্তরঃ কেরালা

১১৪. মানব শরীরের সর্ববৃহৎ গ্রন্থি কোনটি ?
উত্তরঃ যকৃৎ

১১৫. “Waiting for a Visa” একটি ২০ পাতার হাতে লেখা আত্মজীবনী যেটি এখনো কলম্বিয়া ইউনিভার্সিটিতে পড়ানো হয়. এটি কার আত্মজীবনী?
উত্তরঃ বি. আর. আম্বেদকর

১১৬. বিশ্ব হেপাটাইটিস দিবস কবে পালন করা হয়?
উত্তরঃ ২৮শে জুলাই

১১৭. রাজাজি ন্যাশনাল পার্ক কোন রাজ্যে?
উত্তরঃ উত্তরাখন্ড

১১৮. পৃথিবীর কোন দেশে সব থেকে বেশি বাঘ রয়েছে?
উত্তরঃ ভারত

১১৯. ভারতের কোন শহরে প্রথম বেসরকারি মিসাইল বানানোর কারখানা তৈরী হয়েছে?
উত্তরঃ হায়দ্রাবাদ

১২০. পাকিস্তানের মাদার টেরিজা নাম কে পরিচিত?
উত্তরঃ রুথ ফাউ ( Ruth Pfau )

সাধারণ জ্ঞান থেকে ১২০ টি প্রশ্ন ও উত্তর | জেনারেল নলেজ প্রশ্ন উত্তর – General Knowledge Question and Answer in Bengali 

সাধারণ জ্ঞান থেকে ১২০ টি প্রশ্ন ও উত্তর PDF ভালোভাবে জেনে রাখুন, তাহলে পরীক্ষায় আসা প্রশ্নের উত্তর খুব সহজেই দিতে পারবেন। সুতরাং সময় অপচয় না করে, নীচের দেওয়া লিঙ্ক থেকে বিনামূল্যে সাধারণ জ্ঞান থেকে ১২০ টি প্রশ্ন ও উত্তর PDF টি ডাউনলোড করে নিন এবং চাকরির পরীক্ষা প্রস্তুতির ধারাবাহিকতা বজায় রাখুন।

FILE INFO : সাধারণ জ্ঞান থেকে ১২০ টি প্রশ্ন ও উত্তর  | জেনারেল নলেজ – General Knowledge in Bengali with PDF

File Details: 
PDF Name : সাধারণ জ্ঞান থেকে ১২০ টি প্রশ্ন ও উত্তর PDF 
Organized by : WiN EXAM Institute
Prepared by : Experienced Teachers
No. of Pages : 10

Download Link : Click Here To Download

   আশা করি এই (সাধারণ জ্ঞান থেকে ১২০ টি প্রশ্ন ও উত্তর | জেনারেল নলেজ – General Knowledge PDF) পোস্টটি থেকে আপনি উপকৃত হবেন। এছাড়াও বিভিন্ন স্কুল বোর্ড পরীক্ষা, প্রতিযোগিতা মূলক পরীক্ষার সাজেশন, অতিসংক্ষিপ্ত, সংক্ষিপ্ত ও রোচনাধর্মী প্রশ্ন উত্তর (All Exam Guide Suggestion, MCQ Type, Short, Descriptive Question and answer), প্রতিদিন নতুন নতুন চাকরির খবর (Job News in Bengali) জানতে এবং সমস্ত পরীক্ষার এডমিট কার্ড ডাউনলোড (All Exam Admit Card Download) করতে winexam.in ওয়েবসাইট ফলো করুন, ধন্যবাদ।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here