নিরপেক্ষ ন্যায় (পঞ্চম অধ্যায়) অবরোহমূলক তর্কবিদ্যা - দ্বাদশ শ্রেণীর দর্শন সাজেশন | HS Class 12 Philosophy Suggestion PDF
নিরপেক্ষ ন্যায় (পঞ্চম অধ্যায়) অবরোহমূলক তর্কবিদ্যা – দ্বাদশ শ্রেণীর দর্শন সাজেশন | HS Class 12 Philosophy Suggestion PDF : নিরপেক্ষ ন্যায় (পঞ্চম অধ্যায়) অবরোহমূলক তর্কবিদ্যা দ্বাদশ শ্রেণীর দর্শন সাজেশন ও অধ্যায় ভিত্তিতে প্রশ্নোত্তর নিচে দেওয়া হল। এবার পশ্চিমবঙ্গ উচ্চ মাধ্যমিক দর্শন পরীক্ষায় বা দ্বাদশ শ্রেণীর দর্শন পরীক্ষায় ( WB HS Class 12 Philosophy Suggestion PDF | West Bengal HS Class 12 Philosophy Suggestion PDF | WBCHSE Board Class 12th Philosophy Question and Answer with PDF file Download) এই প্রশ্নউত্তর ও সাজেশন খুব ইম্পর্টেন্ট । আপনারা যারা আগামী দ্বাদশ শ্রেণীর দর্শন পরীক্ষার জন্য বা উচ্চ মাধ্যমিক দর্শন | HS Class 12 Philosophy Suggestion PDF | WBCHSE Board HS Class 12th Philosophy Suggestion Question and Answer খুঁজে চলেছেন, তারা নিচে দেওয়া প্রশ্ন ও উত্তর ভালো করে পড়তে পারেন।
পশ্চিমবঙ্গ উচ্চ মাধ্যমিক দ্বাদশ শ্রেণীর দর্শন সাজেশন (West Bengal HS Class 12 Philosophy Suggestion PDF / Notes) নিরপেক্ষ ন্যায় (পঞ্চম অধ্যায়) অবরোহমূলক তর্কবিদ্যা – প্রশ্ন উত্তর – MCQ প্রশ্নোত্তর, অতি সংক্ষিপ্ত প্রশ্ন উত্তর (SAQ), সংক্ষিপ্ত প্রশ্ন উত্তর (Short Question and Answer), ব্যাখ্যাধর্মী বা রচনাধর্মী প্রশ্নোত্তর (descriptive question and answer) এবং PDF ফাইল ডাউনলোড লিঙ্ক নিচে দেওয়া রয়েছে।
১. নিরপেক্ষ ন্যায়ের সংস্থানের সংখ্যা হলো – (ক) ৩ (খ) ৬ (গ) ২ (ঘ) 8
উত্তরঃ (ঘ) 8
২. DARAPTI হলো— (ক) তৃতীয় (খ) দ্বিতীয় (গ) প্রথম (ঘ) চতুর্থ সংস্থানের বৈধমূর্তি ।
উত্তরঃ (ক) তৃতীয়
৩. DISAMIS হলো – (ক) তৃতীয় (খ) দ্বিতীয় (গ) প্ৰথম (ঘ) চতুর্থ সংস্থানের বৈধমূর্তি ।
উত্তরঃ (ক) তৃতীয়
৪. DIMARIS হলো (ক) তৃতীয় (খ) চতুর্থ (গ) প্ৰথম (ঘ) দ্বিতীয় সংস্থানের বৈধমূর্তি ।
উত্তরঃ (খ) চতুর্থ
৫. FESAPO হলো – (ক) তৃতীয় (খ) দ্বিতীয় (গ) প্ৰথম (ঘ) চতুর্থ সংস্থানের বৈধমূর্তি ।
উত্তরঃ (ঘ) চতুর্থ সংস্থানের বৈধমূর্তি ।
৬. BOCABDO হলো -(ক) তৃতীয় (খ) চতুর্থ (গ) প্রথম (ঘ) দ্বিতীয় সংস্থানের বৈধমূর্তি ।
উত্তরঃ (ক) তৃতীয়
৭. ন্যায় অনুমানে চারটি পদ থাকলে – (ক) সাধ্য দোয (খ) পক্ষ দোষ (গ) চারিপদঘটিত দোষ (ঘ) বৈধ দোষ।
উত্তরঃ (গ) চারিপদঘটিত দোষ
৮. নিরপেক্ষ ন্যায়ে নিয়ম আছে – (ক) ১২ টি (খ) ৮ টি (গ) ১০ টি (ঘ) ১৬ টি ।
উত্তরঃ (গ) ১০ টি
৯. ন্যায় অনুমানে পক্ষপদ যদি আশ্রয়বাক্যে ব্যাপ্য না হয়ে সিদ্ধান্তে ব্যাপ্য হয় , তাহলে হয় – (ক) অবৈধ সাধ্য দোষ (খ) অবৈধ হেতু দোষ (গ) অবৈধ পক্ষ দোষ (ঘ) কোনোটিই নয় ৷
উত্তরঃ (গ) অবৈধ পক্ষ দোষ
১০. নিরপেক্ষ ন্যায়ের দু’টি আশ্রয়বাক্য নঞর্থক হলে যে দোষ ঘটে তা হলো – (ক) সাধ্য দোষ (খ) অবৈধ দোষ (গ) পক্ষ দোষ (ঘ) নঞর্থক আশ্রয়বাক্যজনিত দোষ ।
উত্তরঃ
১১. নিরপেক্ষ ন্যায়ের পদের সংখ্যা— (ক) পাঁচ (খ) চার (গ) তিন (ঘ) দুই ।
উত্তরঃ (গ) তিন
১২. ন্যায় অনুমানে যে পদ যুক্তিবাক্য দুটিতে থাকে কিন্তু | সিদ্ধান্তে থাকে না তার নাম হলো – (ক) হেতুপদ (খ) পক্ষপদ (গ) সাধ্যপদ (ঘ) এদের কোনোটিই নয় ।
উত্তরঃ (ক) হেতুপদ
১৩. নিরপেক্ষ ন্যায় অনুমানে যে পদ সিদ্ধান্তের বিধেয় স্থানে বসে তাকে বলে—(ক) হেতুপদ (খ) সাধ্যপদ (গ) পক্ষপদ (ঘ) এদের কোনোটিই নয় ।
উত্তরঃ (খ) সাধ্যপদ
১৪. নিরপেক্ষ ন্যায়ের সংস্থানের সংখ্যা হলো— (ক) পাঁচ (খ) চার (গ) তিন (ঘ) দুই ।
উত্তরঃ (খ) চার
১৫. ন্যায়ের প্রথম সংস্থানে প্রধান আশ্রয়বাক্যে হেতুপদের অবস্থান হয় – (ক) যে – কোনো স্থানে (খ) অপ্রধান আশ্রয়বাক্যের উদ্দেশ্য স্থানে (গ) বিধেয় স্থানে (ঘ) উদ্দেশ্য স্থানে ।
উত্তরঃ (ঘ) উদ্দেশ্য স্থানে ।
১৬. নিরপেক্ষ ন্যায়ে বৈধ মূর্তির সংখ্যা— (ক) 19 টি (খ) 304 টি (গ) 256 টি (ঘ) 16 টি ।
উত্তরঃ (ক) 19 টি
১৭. নিরপেক্ষ ন্যাযের প্রথম সংস্থানে বৈধ মূর্তির সংখ্যা— (ক) সাতটি (খ) ছয়টি (গ) পাঁচটি (ঘ) চারটি ।
উত্তরঃ (ঘ) চারটি ।
১৮. AOO মূর্তিটি বৈধ হয়— (ক) চতুর্থ সংস্থানে (খ) তৃতীয় স্থানে (গ) দ্বিতীয় সংস্থানে (ঘ) প্রথম সংস্থানে ।
উত্তরঃ (গ) দ্বিতীয় সংস্থানে
১৯. ‘ FESAPO ‘ মূর্তিটি বৈধ হয় -সংস্থানে । (ক) চতুর্থ (খ) তৃতীয় (গ) দ্বিতীয় (ঘ) প্রথম ।
উত্তরঃ (ক) চতুর্থ
২০. ‘ DIMARIS ‘ মূর্তিটি বৈধ হয় – (ক) তৃতীয় সংস্থানে (খ) চতুর্থ সংস্থানে (গ) প্রথম সংস্থানে (ঘ) দ্বিতীয় সংস্থানে ।
উত্তরঃ (খ) চতুর্থ সংস্থানে
২১. কোনো নিরপেক্ষ ন্যায়ানুমানের আশ্রয়বাক্য দুটিতে যদি হেতুপদ একবারও ব্যাপ্য না হয় , তবে ন্যায়টিতে যে দোষ ত হলো – (ক) অবৈধ পক্ষ দোষ (খ) অবৈধ সাধ্য দোষ (গ) চতুষ্পদী দোষ (ঘ) অব্যাপ্য হেতু দোষ ।
উত্তরঃ (ঘ) অব্যাপ্য হের দোষ
২২. FESTION হলো – (ক) তৃতীয় (খ) দ্বিতীয় (গ) প্রথম (ঘ) চতুর্থ সংস্থানের বৈধমূর্তি ।
উত্তরঃ (খ) দ্বিতীয়
নিম্নলিখিত বিষয়গুলি সম্পর্কে উপযুক্ত উদাহরণ সহকারে সংক্ষিপ্ত টীকা লেখো ।
১. প্রশ্ন : অবৈধ পক্ষদোষ ।
উত্তরঃ A – সকল মানুষ হয় জীব যারা ভুল করে ( প্রধান যুক্তিবাক্য ) –
সকল মানুষ হয় প্রাণী ( অপ্রধান যুক্তিবাক্য )
: . A – সকল প্রাণী হয় জীব যারা ভুল করে । ( সিদ্ধান্ত )
বিচার : উপরিউক্ত যুক্তিটি অবৈধ । কেননা ন্যায়ের চতুর্থ নিয়মে বলা হয়েছে , যে পদ যুক্তিবাক্যে ব্যাপ্য হয়নি সেই পদ সিদ্ধান্তে কখনোই ব্যাপ্য হতে পারে না । কিন্তু এক্ষেত্রে অপ্রধান যুক্তিবাক্যের পক্ষপদ ‘ প্রাণী ’ A বচনের বিধেয় স্থানে থাকায় পদটি ব্যাপ্য হয়নি । কিন্তু সিদ্ধান্তের পক্ষপদ ‘ প্রাণী ’ A বচনের উদ্দেশ্য এখানে থাকায় পদটি ব্যাপ্য হয়েছে ফলে এক্ষেত্রে ন্যায়ের চতুর্থ নিয়মটি মান্য করা হয়নি । ফলে যুক্তিটিতে অবৈধ পক্ষদোষ ঘটেছে ।
২. অবৈধ সাধ্য দোষ
উত্তরঃ ন্যায়ের চতুর্থ নিয়ম অনুযায়ী যে পদ আশ্রয়বাক্যে ব্যাপ্য নয় , সেই পদ সিদ্ধান্তে ব্যাপ্য হতে পারে না । যদি কোনো ন্যায় অনুমানে সাধ্যপদ প্র : আশ্রয় বাক্যে ব্যাপ্য না হয়ে সিদ্ধান্তে ব্যাপ্য হয় , তবে যে দোষের উৎপত্তি হয় তাকে অবৈধ সাধ্য দোষ বলে ৷
যেমন- ব্রজেন্দ্র শীল বিখ্যাত দার্শনিক ছিলেন । হিরালাল হালদার ব্রজেন্দ্রনাথ শীল নন । সুতরাং তিনি বিখ্যাত দার্শনিক নন ।
প্র : আ : → ব্রজেন্দ্রনাথ শীল হন বিখ্যাত দার্শনিক (ক)
অপ্র : আ : → কোনো হিরালাল হালদার নন ব্রজেন্দ্র শীল ( E )
সিদ্ধান্ত → কোনো হিরালাল হালদার নন বিখ্যাত দার্শনিক ( E ) |
ব্যাখ্যা ন্যায়ের চতুর্থ নিয়ম অনুযায়ী যে পদ আশ্রয়বাক্যে ব্যাপ্য নয় , সেই পদ সিদ্ধান্তে ব্যাপ্য হতে পারে না ।
কিন্তু উক্ত অনুমানটিতে সাধ্যপদ বিখ্যাত দার্শনিক প্র : আশ্রয়বাক্যে A বচনের বিধেয় স্থানে থাকায় ব্যাপ্য হয়নি । ঐ পদ সিদ্ধাস্তে E বচনের বিধেয় স্থানে থাকায় ব্যাপ্য হয়েছে । সুতরাং অনুমানটি অবৈধ সাধ্য দোষে দুষ্ট ।
৩. নিরপেক্ষ ন্যায় সংস্থান ।
উত্তরঃ হেতুপদের অবস্থান অনুযায়ী ন্যায়ের যে বিভিন্ন আকার হয় , তাকে ন্যায়ের সংস্থান বলে । সংস্থান চার প্রকার-
( ক ) প্রথম সংস্থান , ( খ ) দ্বিতীয় সংস্থান , ( গ ) তৃতীয় সংস্থান এবং ( ঘ ) চতুর্থ সংস্থান ।
( ক ) প্রথম সংস্থান : যে সংস্থানে হেতুপদ প্রধান M আশ্রয়বাক্যের উদ্দেশ্য স্থানে এবং অপ্রধান আশ্রয়বাক্যের বিধেয় স্থানে থাকে , তাকে প্রথম সংস্থান বলে । প্রথম সংস্থানের চারটি মূর্তি থাকে – ( i ) BARBARA ( ii ) CELARENTS . – ( iii ) DARII ( iv ) FERIO
( খ ) দ্বিতীয় সংস্থান : যে সংস্থানে হেতুপদ প্রধান P. ও অপ্রধান উভয় আশ্রয়বাক্যে বিধেয় স্থানে উপস্থিত থাকে , তাকে দ্বিতীয় সংস্থান বলে ।
( i ) CESARE ( ii ) CAMESTRES s ( iii ) FESTINO ( iv ) BAROCO
( গ ) তৃতীয় সংস্থান : যে সংস্থানে হেতুপদ প্রধান এবং অপ্রধান উভয় আশ্রয়বাক্যে উদ্দেশ্য স্থানে উপস্থিত থাকে , তাকে তৃতীয় সংস্থান বলে । ( i ) DARAPTI ( ii ) DATISI ( iii ) FELAPTON ( iv ) FERISON ( v ) DISAMIS ( vi ) BOCARDO
( ঘ ) চতুর্থ সংস্থান : যে সংস্থানে হেতুপদ প্রধান আশ্রয়বাক্যের বিধেয় স্থানে এবং অপ্রধান আশ্রয়বাক্যের উদ্দেশ্য স্থানে থাকে , তাকে চতুর্থ সংস্থান বলে । ( i ) BRAMANTIP ( ii ) CAMENES ( iii ) DIMARIS ( iv ) FESAPO ( v ) FRESISON
৪. অব্যাপ্য হেতু দোষ ।
উত্তরঃ ন্যায়ের তৃতীয় নিয়ম অনুযায়ী হেতুপদকে কোনো আশ্রয়বাক্যে অন্তত একবার ব্যাপ্য হতে হবে । যদি প্র : এবং অপ্র : উভয় আশ্রয়বাক্যে একবারও ব্যাপ্য না হয় , তবে ZA যে দোষের উৎপত্তি ঘটে , তাকে অব্যাপ্য হেতুদোষ বলে । যেমন—
প্র : আ : → যোগী হয় বিপ্লবী (ক)
অপ্র : আ : → অরবিন্দ হয় বিপ্লবী (ক)
সিদ্ধান্ত : অরবিন্দ হয় যোগী (ক)
ন্যায়ের তৃতীয় নিয়ম অনুযায়ী হেতুপদকে যেকোনো আশ্রয়বাক্যে অন্তত একবার ব্যাপ্য হতে হবে ।
কিন্তু উক্ত অনুমানে হেতুপদ বিপ্লবী প্র : আশ্রয়বাক্যে A বচনের বিধেয় স্থানে থাকায় ব্যাপ্য হয়নি । আর অপ্র : আশ্রয়বাক্যে A বচনের বিধেয় স্থানে থাকায় ব্যাপা হয়নি । কাজেই অনুমানটি অব্যাপ্য হেতুদোষে দুষ্ট ।
আরোও দেখুন:-
HS Bengali Suggestion 2023 Click here
আরোও দেখুন:-
HS English Suggestion 2023 Click here
আরোও দেখুন:-
HS Geography Suggestion 2023 Click here
আরোও দেখুন:-
HS History Suggestion 2023 Click here
আরোও দেখুন:-
HS Political Science Suggestion 2023 Click here
আরোও দেখুন:-
HS Philosophy Suggestion 2023 Click here
আরোও দেখুন:-
HS Sociology Suggestion 2023 Click here
আরোও দেখুন:-
HS Sanskrit Suggestion 2023 Click here
আরোও দেখুন:-
HS Education Suggestion 2023 Click here
PDF Name : নিরপেক্ষ ন্যায় (পঞ্চম অধ্যায়) অবরোহমূলক তর্কবিদ্যা – দ্বাদশ শ্রেণীর দর্শন সাজেশন | HS Class 12 Philosophy Suggestion PDF
Price : FREE
Download Link : Click Here To Download
West Bengal HS Class 12 Philosophy Suggestion PDF prepared by expert subject teachers. WB HS Philosophy Suggestion with 100% Common in the Examination.
West Bengal HS Philosophy Suggestion Download. WBCHSE HS Philosophy short question suggestion. HS Class 12 Philosophy Suggestion PDF download. HS Question Paper Political science.
দ্বাদশ শ্রেণীর দর্শন (HS Political science) নিরপেক্ষ ন্যায় (পঞ্চম অধ্যায়) অবরোহমূলক তর্কবিদ্যা – প্রশ্ন উত্তর। দ্বাদশ শ্রেণীর দর্শন সাজেশন – নিরপেক্ষ ন্যায় (পঞ্চম অধ্যায়) অবরোহমূলক তর্কবিদ্যা – প্রশ্ন উত্তর | WB HS Philosophy Suggestion
দ্বাদশ শ্রেণীর দর্শন পশ্চিমবঙ্গ উচ্চ মাধ্যমিক বোর্ডের (WBCHSE) সিলেবাস বা পাঠ্যসূচি অনুযায়ী দ্বাদশ শ্রেণির দর্শন বিষয়টির সমস্ত প্রশ্নোত্তর। সামনেই উচ্চ মাধ্যমিক পরীক্ষা, তার আগে winexam.in আপনার সুবিধার্থে নিয়ে এল নিরপেক্ষ ন্যায় (পঞ্চম অধ্যায়) অবরোহমূলক তর্কবিদ্যা – উচ্চ মাধ্যমিক দর্শন সাজেশন | Higher Secondary Philosophy Suggestion । দর্শন বিষয়ে ভালো রেজাল্ট করতে হলে অবশ্যই পড়ুন আমাদের দ্বাদশ শ্রেণীর দর্শন সাজেশন বই ।
আমরা WBCHSE উচ্চ মাধ্যমিক পরীক্ষার দর্শন বিষয়ের – নিরপেক্ষ ন্যায় (পঞ্চম অধ্যায়) অবরোহমূলক তর্কবিদ্যা – দ্বাদশ শ্রেণির দর্শন সাজেশন | West Bengal Class 12th Suggestion আলোচনা করেছি। আপনারা যারা এবছর দ্বাদশ শ্রেণির দর্শন পরীক্ষা দিচ্ছেন, তাদের জন্য আমরা কিছু প্রশ্ন সাজেশন আকারে দিয়েছি. এই প্রশ্নগুলি পশ্চিমবঙ্গ দ্বাদশ শ্রেণির দর্শন পরীক্ষা তে আসার সম্ভাবনা খুব বেশি. তাই আমরা আশা করছি HS দর্শন পরীক্ষার সাজেশন কমন এই প্রশ্ন গুলো সমাধান করলে আপনাদের মার্কস বেশি আসার চান্স থাকবে।
Philosophy Class XII, Philosophy Class Twelve, WBCHSE, syllabus, HS Political science, দ্বাদশ শ্রেণি দর্শন, ক্লাস টোয়েলভ দর্শন, উচ্চ মাধ্যমিকের দর্শন, দর্শন উচ্চ মাধ্যমিক – নিরপেক্ষ ন্যায় (পঞ্চম অধ্যায়) অবরোহমূলক তর্কবিদ্যা, দ্বাদশ শ্রেণী – নিরপেক্ষ ন্যায় (পঞ্চম অধ্যায়) অবরোহমূলক তর্কবিদ্যা, উচ্চ মাধ্যমিক দর্শন নিরপেক্ষ ন্যায় (পঞ্চম অধ্যায়) অবরোহমূলক তর্কবিদ্যা, ক্লাস টেন নিরপেক্ষ ন্যায় (পঞ্চম অধ্যায়) অবরোহমূলক তর্কবিদ্যা, HS Philosophy – নিরপেক্ষ ন্যায় (পঞ্চম অধ্যায়) অবরোহমূলক তর্কবিদ্যা, Class 12th নিরপেক্ষ ন্যায় (পঞ্চম অধ্যায়) অবরোহমূলক তর্কবিদ্যা, Class X নিরপেক্ষ ন্যায় (পঞ্চম অধ্যায়) অবরোহমূলক তর্কবিদ্যা, ইংলিশ, উচ্চ মাধ্যমিক ইংলিশ, পরীক্ষা প্রস্তুতি, রেল, গ্রুপ ডি, এস এস সি, পি, এস, সি, সি এস সি, ডব্লু বি সি এস, নেট, সেট, চাকরির পরীক্ষা প্রস্তুতি, HS Suggestion, HS Suggestion , HS Suggestion , West Bengal Secondary Board exam suggestion, West Bengal Higher Secondary Board exam suggestion , WBCHSE , উচ্চ মাধ্যমিক সাজেশান, উচ্চ মাধ্যমিক সাজেশান , উচ্চ মাধ্যমিক সাজেশান , উচ্চ মাধ্যমিক সাজেশন, দ্বাদশ শ্রেণীর দর্শন সাজেশান , দ্বাদশ শ্রেণীর দর্শন সাজেশান , দ্বাদশ শ্রেণীর দর্শন , দ্বাদশ শ্রেণীর দর্শন, মধ্যশিক্ষা পর্ষদ, HS Suggestion Philosophy , দ্বাদশ শ্রেণীর দর্শন – নিরপেক্ষ ন্যায় (পঞ্চম অধ্যায়) অবরোহমূলক তর্কবিদ্যা – সাজেশন | HS Class 12 Philosophy Suggestion PDF PDF, দ্বাদশ শ্রেণীর দর্শন – নিরপেক্ষ ন্যায় (পঞ্চম অধ্যায়) অবরোহমূলক তর্কবিদ্যা – সাজেশন | HS Class 12 Philosophy Suggestion PDF PDF, দ্বাদশ শ্রেণীর দর্শন – নিরপেক্ষ ন্যায় (পঞ্চম অধ্যায়) অবরোহমূলক তর্কবিদ্যা – সাজেশন | দ্বাদশ শ্রেণীর দর্শন – নিরপেক্ষ ন্যায় (পঞ্চম অধ্যায়) অবরোহমূলক তর্কবিদ্যা – সাজেশন | HS Class 12 Philosophy Suggestion PDF PDF, দ্বাদশ শ্রেণীর দর্শন – নিরপেক্ষ ন্যায় (পঞ্চম অধ্যায়) অবরোহমূলক তর্কবিদ্যা – সাজেশন | HS Class 12 Philosophy Suggestion PDF PDF,দ্বাদশ শ্রেণীর দর্শন – নিরপেক্ষ ন্যায় (পঞ্চম অধ্যায়) অবরোহমূলক তর্কবিদ্যা – সাজেশন | HS Class 12 Philosophy Suggestion PDF PDF, দ্বাদশ শ্রেণীর দর্শন – নিরপেক্ষ ন্যায় (পঞ্চম অধ্যায়) অবরোহমূলক তর্কবিদ্যা – সাজেশন | HS Class 12 Philosophy Suggestion PDF, HS Philosophy Suggestion PDF , West Bengal Class 12 Philosophy Suggestion PDF.
এই (নিরপেক্ষ ন্যায় (পঞ্চম অধ্যায়) অবরোহমূলক তর্কবিদ্যা – দ্বাদশ শ্রেণীর দর্শন সাজেশন | HS Class 12 Philosophy Suggestion PDF) পোস্টটি থেকে যদি আপনার লাভ হয় তাহলে আমাদের পরিশ্রম সফল হবে। আরোও বিভিন্ন স্কুল বোর্ড পরীক্ষা, প্রতিযোগিতা মূলক পরীক্ষার সাজেশন, অতিসংক্ষিপ্ত, সংক্ষিপ্ত ও রোচনাধর্মী প্রশ্ন উত্তর (All Exam Guide Suggestion, MCQ Type, Short, Descriptive Question and answer), প্রতিদিন নতুন নতুন চাকরির খবর (Job News in Political science) জানতে এবং সমস্ত পরীক্ষার এডমিট কার্ড ডাউনলোড (All Exam Admit Card Download) করতে winexam.in ওয়েবসাইট ফলো করুন, ধন্যবাদ।
একাদশ শ্রেণীর সমস্ত বিষয় সাজেশন ২০২৩ Class 11 All Subjects Suggestion 2023 PDF Download একাদশ…
একাদশ শ্রেণীর গণিত সাজেশন ২০২৩ Class 11 Mathematics Suggestion 2023 PDF Download একাদশ শ্রেণীর গণিত…
একাদশ শ্রেণীর জীববিদ্যা সাজেশন ২০২৩ Class 11 Biology Suggestion 2023 PDF Download একাদশ শ্রেণীর জীববিদ্যা…
একাদশ শ্রেণীর রসায়ন সাজেশন ২০২৩ Class 11 Chemistry Suggestion 2023 PDF Download একাদশ শ্রেণীর রসায়ন…
একাদশ শ্রেণীর পদার্থবিদ্যা সাজেশন ২০২৩ Class 11 Physics Suggestion 2023 PDF Download একাদশ শ্রেণীর পদার্থবিদ্যা…
একাদশ শ্রেণীর সমাজবিজ্ঞান সাজেশন ২০২৩ Class 11 Sociology Suggestion 2023 PDF Download একাদশ শ্রেণীর সমাজবিজ্ঞান…