সম্মিলিত জাতিপুঞ্জ (চতুর্থ অধ্যায়) - দ্বাদশ শ্রেণীর রাষ্ট্রবিজ্ঞান সাজেশন | HS Class 12 Political science Suggestion PDF
সম্মিলিত জাতিপুঞ্জ (চতুর্থ অধ্যায়) – দ্বাদশ শ্রেণীর রাষ্ট্রবিজ্ঞান সাজেশন | HS Class 12 Political science Suggestion PDF : সম্মিলিত জাতিপুঞ্জ (চতুর্থ অধ্যায়) দ্বাদশ শ্রেণীর রাষ্ট্রবিজ্ঞান সাজেশন ও অধ্যায় ভিত্তিতে প্রশ্নোত্তর নিচে দেওয়া হল। এবার পশ্চিমবঙ্গ উচ্চ মাধ্যমিক রাষ্ট্রবিজ্ঞান পরীক্ষায় বা দ্বাদশ শ্রেণীর রাষ্ট্রবিজ্ঞান পরীক্ষায় ( WB HS Class 12 Political science Suggestion PDF | West Bengal HS Class 12 Political science Suggestion PDF | WBCHSE Board Class 12th Political science Question and Answer with PDF file Download) এই প্রশ্নউত্তর ও সাজেশন খুব ইম্পর্টেন্ট । আপনারা যারা আগামী দ্বাদশ শ্রেণীর রাষ্ট্রবিজ্ঞান পরীক্ষার জন্য বা উচ্চ মাধ্যমিক রাষ্ট্রবিজ্ঞান | HS Class 12 Political science Suggestion PDF | WBCHSE Board HS Class 12th Political science Suggestion Question and Answer খুঁজে চলেছেন, তারা নিচে দেওয়া প্রশ্ন ও উত্তর ভালো করে পড়তে পারেন।
পশ্চিমবঙ্গ উচ্চ মাধ্যমিক দ্বাদশ শ্রেণীর রাষ্ট্রবিজ্ঞান সাজেশন (West Bengal HS Class 12 Political science Suggestion PDF / Notes) সম্মিলিত জাতিপুঞ্জ (চতুর্থ অধ্যায়) – প্রশ্ন উত্তর – MCQ প্রশ্নোত্তর, অতি সংক্ষিপ্ত প্রশ্ন উত্তর (SAQ), সংক্ষিপ্ত প্রশ্ন উত্তর (Short Question and Answer), ব্যাখ্যাধর্মী বা রচনাধর্মী প্রশ্নোত্তর (descriptive question and answer) এবং PDF ফাইল ডাউনলোড লিঙ্ক নিচে দেওয়া রয়েছে।
১. মস্কো ঘোষণা কী ?
উত্তরঃ মার্কিন যুক্তরাষ্ট্র , ব্রিটেন , সোভিয়েত ইউনিয়ন , ফরমোজা এবং চিনের পররাষ্ট্র মন্ত্রীরা মস্কোতে মিলিত হয়ে যে ঘোষণার দ্বারা জাতিপুঞ্জ প্রতিষ্ঠার জন্য একটি যুগ্ম ইস্তেহার প্রকাশ করেন তাকে মস্কো ঘোষণা বলে ৷
২. ‘ তেহরান ঘোষণা ‘ কী ?
উত্তরঃ রুজভেল্ট , স্তালিন ও চার্চিল তেহরান শহরে মিলিত হয়ে যে ঘোষণাপত্র প্রকাশ করেন , তা – ই হলো তেহরান ঘোষণা ।
৩. সম্মিলিত জাতিপুঞ্জের সদস্যপদ কীভাবে অর্জন করা যায় ?
উত্তরঃ UNO- র সনদের ৪ নং ধারা অনুসারে এর সদস্যপদ গ্রহণে ইচ্ছুক যে কোনো শান্তিকামী রাষ্ট্র এই আন্তর্জাতিক সংস্থার কয়েকটি নিয়মকানুন মানার পর নিরাপত্তা পরিষদের সুপারিশের ভিত্তিতে সাধারণ সভার দুই – তৃতীয়াংশ সদস্যের সম্মতি পেলে UNO- র সদস্যপদ অর্জন করতে পারে ।
৪. সম্মিলিত জাতিপুঞ্জ থেকে কোনো সদস্যরাষ্ট্রকে কীভাবে অপসারণ করা হয় ?
উত্তরঃ জাতিপুঞ্জের সনদের ৬ নং ধারা অনুসারে কোনো সদস্যরাষ্ট্র সনদের নীতিগুলি ধারাবাহিকভাবে লঙ্ঘন করতে থাকলে নিরাপত্তা পরিষদের সুপারিশে সাধারণ সভা ওই সদস্যরাষ্ট্রকে জাতিপুঞ্জ থেকে অপসারণ করতে পারে ।
৫. অর্থনৈতিক ও সামাজিক পরিষদের একটি বিশেষজ্ঞ সংস্থার নাম লেখো ।
উত্তরঃ অর্থনৈতিক ও সামাজিক পরিষদের একটি বিশেষজ্ঞ সংস্থার নাম বিশ্ববাণিজ্য সংস্থা ৷
৬. হ্ ( WHO ) – এর পুরো নাম কী ?
উত্তরঃ ওয়ার্ল্ড হেল্থ অর্গানাইজেশন ।
৭. সম্মিলিত জাতিপুঞ্জের কোন দু’টি সংগঠন জাতিপুঞ্জের সনদ সংশোধনে অংশগ্রহণ করে ?
উত্তরঃ সম্মিলিত জাতিপুঞ্জের সাধারণ সভা ও নিরাপত্তা পরিষদ জাতিপুঞ্জের সনদ সংশোধনে অংশগ্রহণ করে ।
৮. সম্মিলিত জাতিপুঞ্জ গঠিত হওয়ার সময়ে সদস্যরাষ্ট্রের সংখ্যা উল্লেখ করো ।
উত্তরঃ সম্মিলিত জাতিপুঞ্জ গঠিত হওয়ার সময়ে সদস্য রাষ্ট্রের সংখ্যা ছিল ৫৯ ।
৯. সম্মিলিত জাতিপুঞ্জের পূর্বসূরি প্রতিষ্ঠানটির নাম কী ?
উত্তরঃ জাতিসংঘ বা লিগ অব নেশন্স ।
১০. জাতিপুঞ্জের প্রস্তাবনার অন্তর্ভুক্ত একটি লক্ষ্য কী ?
উত্তরঃ জাতিপুঞ্জের প্রস্তাবনার অন্তর্ভুক্ত একটি লক্ষ্য হলো যুদ্ধের করাল গ্রাস থেকে ভাবী প্রজন্মকে মুক্ত রাখা ।
১১. নিরাপত্তা পরিষদের ৫ টি স্থায়ী সদস্যরাষ্ট্রের নাম কী ?
উত্তরঃ মার্কিন যুক্তরাষ্ট্র , রাশিয়া , গণসাধারণতন্ত্রী চিন , গ্রেট ব্রিটেন ও ফ্রান্স হলো নিরাপত্তা পরিষদের ৫ টি স্থায়ী সদস্যরাষ্ট্র ।
১২. নিরাপত্তা পরিষদ কীভাবে গঠিত হয় ?
উত্তরঃ UNO- র নিরাপত্তা পরিষদ স্থায়ী ৫ টি সদস্যরাষ্ট্র এবং অস্থায়ী ১০ টি সদস্যরাষ্ট্র অর্থাৎ মোট ১৫ টি সদস্যরাষ্ট্র নিয়ে গঠিত ।
১৩. আন্তর্জাতিক বিচারালয়ের এলাকাগুলি ক’টি ভাগে বিভক্ত ?
উত্তরঃ আন্তর্জাতিক বিচারালয়ের ( ICI ) এলাকাগুলি তিন ভাগে বিভক্ত । যথা ১. স্বেচ্ছাধীন এলাকা , ২. আধা – আবশ্যিক এলাকা এবং ৩. পরামর্শদানমূলক এলাকা ।
১৪. সম্মিলিত জাতিপুঞ্জের প্রস্তাবনা কি সনদের মূল অংশ ?
উত্তরঃ সম্মিলিত জাতিপুঞ্জের প্রস্তাবনা সনদের মূল অংশ নয় ।
১৫. সাধারণ সভার বার্ষিক অধিবেশন কবে বসে ?
উত্তরঃ প্রতি বছর সেপ্টেম্বর মাসের তৃতীয় মঙ্গলবার সাধারণ সভার বার্ষিক অধিবেশন বসে ।
১৬. সাধারণ সভার অধিবেশনে কতজন সভাপতি ও সহ – সভাপতি নির্বাচিত হন ?
উত্তরঃ সাধারণ সভার অধিবেশনে একজন সভাপতি এবং ২১ জন সহ – সভাপতি নির্বাচিত হন ।
১৭. আই এম এফ ( IMF ) এর পুরো নাম কী ?
উত্তরঃ ইন্টারন্যাশনাল মনিটরি ফান্ড ।
১৮. আন্তর্জাতিক অর্থভাণ্ডারের সদর কার্যালয় কোথায় অবস্থিত ?
উত্তরঃ মার্কিন যুক্তরাষ্ট্রের ওয়াশিংটনে ।
১৯. আন্তর্জাতিক বিচারালয়ের বিচারপতিরা কীভাবে নির্বাচিত হন ?
উত্তরঃ নিরাপত্তা পরিষদ এবং সাধারণ সভায় পৃথকভাবে অনুষ্ঠিত ভোটে যে সবচেয়ে বেশি ভোট পান তাঁরা আন্তর্জাতিক বিচারালয়ের বিচারপতি হিসেবে নির্বাচিত হন ।
২০. আন্তর্জাতিক বিচারালয় কোথায় অবস্থিত ?
উত্তরঃ আন্তর্জাতিক বিচারালয় জার্মানির হ্যেগ শহরে অবস্থিত ।
২১. সম্মলিত জাতিপুঞ্জের মহাসচিবের যে কোনো একটি গুরুত্বপূর্ণ কাজ উল্লেখ করো ।
উত্তরঃ সম্মিলিত জাতিপুঞ্জের মহাসচিবের একটি গুরুত্বপূর্ণ কাজ হলো প্রশাসন এবং বিভিন্ন শাখা সংগঠনের কাজকর্মের মধ্যে সমন্বয় সাধন করা ।
২২. নিরাপত্তা পরিষদের স্থায়ী সদস্যদের ভেটো প্রদান ক্ষমতার অর্থ কী ?
অথবা , নিরাপত্তা পরিষদের স্থায়ী সদস্যদের ভেটো ক্ষমতা বলতে কী বোঝো ?
উত্তরঃ নিরাপত্তা পরিষদের স্থায়ী সদস্যদের দেওয়া ভেটো ক্ষমতার অর্থ হলো পদ্ধতিগত বিষয় ব্যতীত অন্যান্য গুরুত্বপূর্ণ বিষয়ে সিদ্ধান্তগ্রহণের ক্ষেত্রে তাদের অসম্মতিসূচক ভোটদানের অধিকার রয়েছে ।
২৩. সাধারণ সভা কীভাবে গঠিত হয় ?
উত্তরঃ সম্মিলিত জাতিপুঞ্জের সব সদস্যরাষ্ট্র নিয়ে সাধারণ সভা গঠিত হয় । বর্তমানে এর সদস্যসংখ্যা হলো ১৯৩ ।
২৪. সম্মিলিত জাতিপুঞ্জের যে কোনো একটি এজেন্সির নাম লেখো ।
উত্তরঃ সম্মিলিত জাতিপুঞ্জের একটি এজেন্সি হলো – আন্তর্জাতিক শ্রমসংস্থা ( ILO ) ।
২৫. নিরাপত্তা পরিষদের কোন কোন দেশের ভেটো প্রয়োগের ক্ষমতা আছে ?
উত্তরঃ আমেরিকা , রাশিয়া , গণসাধারণতন্ত্রী চিন , ব্রিটেন ও ফ্রান্স ।
২৬. অর্থনৈতিক ও সামাজিক পরিষদের একটি কাজ উল্লেখ করো ।
উত্তরঃ অনুন্নত ও উন্নয়নশীল দেশগুলির মানুষের জীবন যাত্রার মানোন্নয়ন করা ।
২৭. সম্মিলিত জাতিপুঞ্জের স্থায়ী সচিবালয় কোথায় অবস্থিত ?
উত্তরঃ সম্মিলিত জাতিপুঞ্জের স্থায়ী সচিবালয় আমেরিকার নিউইয়র্ক শহরে অবস্থিত ।
২৮. বর্তমানে নিরাপত্তা পরিষদের ১০ টি অস্থায়ী সদস্যরাষ্ট্র কারা ?
উত্তরঃ ২০১৩ সালের পরিসংখ্যান অনুযায়ী নিরাপত্তা পরিষদের ১০ টি অস্থায়ী রাষ্ট্র হলো ঃ আজারবাইজান , আর্জেন্টিনা , অস্ট্রেলিয়া , গুয়াতেমালা , রিপাবলিক অব কোরিয়া , মরক্কো , পাকিস্তান , লুক্সেমবর্গ , রোয়ান্ডা , টোগো ।
২৯. জাতিপুঞ্জের সনদ কীভাবে সংশোধন করা হয় ?
উত্তরঃ নিরাপত্তা পরিষদের সম্মতিক্রমে সাধারণ সভায় উপস্থিত ও ভোটদানকারী সদস্যদের দুই – তৃতীয়াশের ভোটে জাতিপুঞ্জের সনদ সংশোধিত এবং কার্যকরী হয় ।
৩০. নিরাপত্তা পরিষদের একটি দুর্বলতা উল্লেখ করো ।
উত্তরঃ ‘ ভেটো ‘ ব্যবস্থার প্রচলনের ফলে শাস্তিভঙ্গকারী রাষ্ট্রের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণে ব্যর্থতা নিরাপত্তা পরিষদের একটি দুর্বলতা ।
৩১. অতলান্তিক সনদ কাদের মধ্যে স্বাক্ষরিত হয়েছিল ?
উত্তরঃ চার্চিল ও রুজভেল্ট ।
৩২. জাতিপুঞ্জের সনদ সংশোধন কীভাবে হয় ? উত্তরঃ সনদের ১০৮ নং ধারা অনুযায়ী সংশোধনী প্রস্তাবটি নিরাপত্তা পরিষদের পাঁচ স্থায়ী সদস্যরাষ্ট্র সহ সাধারণ সভার দুই – তৃতীয়াংশ সদস্যরাষ্ট্র কর্তৃক অনুমোদিত হলে গৃহীত হয় ।
১. নিরাপত্তা পরিষদের মোট সদস্য সংখ্যা – (ক) ১০ (খ) ১১ (গ) ১৫ (ঘ) ২০
উত্তরঃ (গ) ১৫
২. UNO – র বিচারালয়ের বিচারপতির কার্যকাল – (ক) ৯ বছর (খ) ১০ বছর (গ) ৫ বছর (ঘ) ৪ বছর
উত্তরঃ (ক) ৯ বছর
৩. প্রতিটি রাষ্ট্র সাধারণ সভায় সদস্য পাঠাতে পারে সর্বাধিক – (ক) ৫ জন (খ) ৬ জন (গ) ৮ জন (ঘ) ১০ জন
উত্তরঃ (ক) ৫ জন
৪. সাধারণ সভায় প্রত্যেক রাষ্ট্র ভোট দিতে পারে – (ক) ১ টি (খ) ২ টি (গ) ৩ টি (ঘ) ৪ টি
উত্তরঃ (ক) ১ টি
৫. সাধারণ সভায় শান্তির জন্য ঐক্যের প্রস্তাব গৃহীত হয় কত খ্রিস্টাব্দে ? (ক) ১৯৪০ (খ) ১৯৪৮ (গ) ১৯৫০ (ঘ) ১৯৫১
উত্তরঃ (গ) ১৯৫০
৬. ভোট প্রদানের ক্ষমতা আছে কেবলমাত্র – (ক) সাধারণ সভার (খ) নিরাপত্তা পরিষদের স্থায়ী সদস্যের (গ) আন্তর্জাতিক আদালতের (ঘ) অছি পরিষদের
উত্তরঃ (খ) নিরাপত্তা পরিষদের স্থায়ী সদস্যের
৭. সম্মিলিত জাতিপুঞ্জ প্রতিষ্ঠিত হয় – (ক) ১৯৪৪ – এর ২৪ অক্টোবর (খ) ১৯৪৫ – এর ২৪ অক্টোবর (গ) ১৯৪৭ – এর ১৫ আগস্ট (ঘ) ১৯৫৯ – এর ২৬ জানুয়ারি
উত্তরঃ (খ) ১৯৪৫ – এর ২৪ অক্টোবর
৮. সম্মিলিত জাতিপুঞ্জের আইনসভা হলো – (ক) সাধারণ সভা (খ) অর্থনৈতিক ও সামাজিক পরিষদ (গ) নিরাপত্তা পরিষদ (ঘ) কর্মদপ্তর
উত্তরঃ (ক) সাধারণ সভা
৯. UNO প্রতিষ্ঠত হয় – (ক) ১৯৪৫ (খ) ১৯৪৮ (গ) ১৯৫০ (ঘ) ১৯৫২
উত্তরঃ (ক) ১৯৪৫
১০. সম্মিলিত জয়িপুঞ্জের অঙ্গের সংখ্যা – (ক) ৭ টি (খ) ৬ টি (গ) ৫ টি (ঘ) ৪ টি
উত্তরঃ (খ) ৬ টি
১১. UNO – এর সনদে নীতির সংখ্যা হলো – (ক) ৬ (খ) ৭ (গ) ১০ (ঘ) ১৫
উত্তরঃ (খ) ৭
১২. নিরাপত্তা পরিষদের অস্থায়ী সদস্যরাষ্ট্রের সংখ্যা – (ক) ৯ (খ) ১০ (গ) ১৩ (ঘ) ১৫
উত্তরঃ (খ) ১০
১৩. আন্তর্জাতিক শ্রম সংস্থার বর্তমান সদস্য সংখ্যা কত ? (ক) ১৮৫ (খ) ১৮৬ (গ) ১৮৭ (ঘ) ১৮৮
উত্তরঃ (খ) ১৮৬
১৪. আন্তর্জাতিক শ্রম সংস্থার কার্যালয় কোথায় অবস্থিত ? (ক) লন্ডন (খ) প্যারিস (গ) জেনেভা (ঘ) ওয়াশিংটন
উত্তরঃ (গ) জেনেভা
১৫. সাধারণ সভাকে বিশ্ব – বিবেকের কণ্ঠস্বর বলেছেন – (ক) অস্টিন (খ) ফ্র্যাঙ্কেল (গ) মর্গেন থাউ (ঘ) পামার এবং পারকিনস
উত্তরঃ (ক) অস্টিন
১৬. UNO – র সনদ সংশোধনের কথা বলা হয়েছে – (ক) ১০১ ধারায় (খ) ১০৫ ধারায় (গ) ১০৮ ধারায় (ঘ) ১১০ ধারায়
উত্তরঃ (গ) ১০৮ ধারায়
১৭. UNO – র জন্মলগ্নে সদস্য সংখ্যা ছিল – (ক) ৫০ (খ) ৫১ (গ) ৫৫ (ঘ) ১০০
উত্তরঃ (খ) ৫১
১৮. বিশ্বের সর্ববৃহৎ নাগরিক সভা – (ক) অর্থনীতিক ও সামাজিক পরিষদ (খ) সাধারণ সভা (গ) নিরাপত্তা পরিষদ (ঘ) অছি পরিষদ
উত্তরঃ (খ) সাধারণ সভা
১৯. জাতিপুঞ্জের মহাসচিবের রাজনৈতিক ক্ষমতা সম্পর্কে আলোচনা করা হয়েছে – (ক) ৩৯ নম্বর ধারায় (খ) ৯৯ নম্বর ধারায় (গ) ৪২ নম্বর ধারায় (ঘ) ৮৮ নম্বর ধারায়
উত্তরঃ (খ) ৯৯ নম্বর ধারায়
২০. ওয়াশিংটন ঘোষণা কত সালে হয় – (ক) ১৯৪১ সালে (খ) ১৯৪২ সালে (গ) ১৯৪৩ সালে (ঘ) ১৯৪৪ সালে
উত্তরঃ (খ) ১৯৪২ সালে
২১. সাধারণ সভায় প্রতি সদস্য সর্বাধিক কতজন প্রতিনিধি পাঠাতে পারে ? (ক) ১ (খ) ২ (গ) ৪ (ঘ) ৫ জন
উত্তরঃ (ঘ) ৫ জন
২২. UNO – র মহাসচিবের কার্যকাল হলো – (ক) ৫ বছর (খ) ৭ বছর (গ) ৯ বছর (ঘ) ৮ বছর
উত্তরঃ (ক) ৫ বছর
২৩. UNO – র সনদে উদ্দেশের সংখ্যা – (ক) চার (খ) পাঁচ (গ) ছয়(ঘ) সাত
উত্তরঃ (ক) চার
২৪. মস্কো ঘোষণা কোন বছর হয় – (ক) ১৯৪১ সালে (খ) ১৯৪২ সালে (গ) ১৯৪৩ সালে (ঘ) ১৯৪৪ সালে
উত্তরঃ ১৯৪৩ সালে
২৫. তেহরান ঘোষণা কোন বছর হয় – (ক) ১৯৪২ সাল (খ) ১৯৪৩ সাল (গ) ১৯৪৪ সাল (ঘ) ১৯৪৫ সাল
উত্তরঃ (খ) ১৯৪৩ সাল
২৬. অর্থনৈতিক ও সামাজিক পরিষদের সদস্য সংখ্যা – (ক) ৫০ (খ) ৫৪ (গ) ৫৫ (ঘ) ৬০
উত্তরঃ (খ) ৫৪
২৭. ইউনেস্কোর বর্তমান সদস্য সংখ্যা কত ? (ক) ১৯৫ (খ) ১৯৬ (গ) ১৯৭ (ঘ) ১৯৮
উত্তরঃ (ঘ) ১৯৮
২৮. জাতিপুঞ্জের মূল লক্ষ্যগুলি সম্পর্কে আলোচনা করা হয়েছে – (ক) ৩৯ ধারায় (খ) ৯৯ ধারায় (গ) প্রস্তাবনায় (ঘ) ১১১ ধারায়
উত্তরঃ (গ) প্রস্তাবনায়
২৯. ডাম্মারটন ওকস সম্মেলন কোন বছর অনুষ্ঠিত হয় ? (ক) ১৯৪১ সালে (খ) ১৯৪২ সালে (গ) ১৯৪৩ সালে (ঘ) ১৯৪৪ সালে
উত্তরঃ (ঘ) ১৯৪৪ সালে।
আরোও দেখুন:-
HS Bengali Suggestion 2024 Click here
আরোও দেখুন:-
HS English Suggestion 2024 Click here
আরোও দেখুন:-
HS Geography Suggestion 2024 Click here
আরোও দেখুন:-
HS History Suggestion 2024 Click here
আরোও দেখুন:-
HS Political Science Suggestion 2024 Click here
আরোও দেখুন:-
HS Philosophy Suggestion 2024 Click here
আরোও দেখুন:-
HS Sociology Suggestion 2024 Click here
আরোও দেখুন:-
HS Sanskrit Suggestion 2024 Click here
আরোও দেখুন:-
HS Education Suggestion 2024 Click here
আরোও দেখুন:-
HS Physics Suggestion 2024 Click here
আরোও দেখুন:-
HS Chemistry Suggestion 2024 Click here
আরোও দেখুন:-
HS Biology Suggestion 2024 Click here
আরোও দেখুন:-
HS Mathematics Suggestion 2024 Click here
আরোও দেখুন:-
HS Suggestion 2024 Click here
West Bengal HS Class 12 Political science Suggestion PDF prepared by expert subject teachers. WB HS Political science Suggestion with 100% Common in the Examination.
West Bengal HS Political science Suggestion Download. WBCHSE HS Political science short question suggestion. HS Class 12 Political science Suggestion PDF download. HS Question Paper Political science.
দ্বাদশ শ্রেণীর রাষ্ট্রবিজ্ঞান (HS Political science) সম্মিলিত জাতিপুঞ্জ (চতুর্থ অধ্যায়) – প্রশ্ন উত্তর। দ্বাদশ শ্রেণীর রাষ্ট্রবিজ্ঞান সাজেশন – সম্মিলিত জাতিপুঞ্জ (চতুর্থ অধ্যায়) – প্রশ্ন উত্তর | WB HS Political science Suggestion
দ্বাদশ শ্রেণীর রাষ্ট্রবিজ্ঞান পশ্চিমবঙ্গ উচ্চ মাধ্যমিক বোর্ডের (WBCHSE) সিলেবাস বা পাঠ্যসূচি অনুযায়ী দ্বাদশ শ্রেণির রাষ্ট্রবিজ্ঞান বিষয়টির সমস্ত প্রশ্নোত্তর। সামনেই উচ্চ মাধ্যমিক পরীক্ষা, তার আগে winexam.in আপনার সুবিধার্থে নিয়ে এল সম্মিলিত জাতিপুঞ্জ (চতুর্থ অধ্যায়) – উচ্চ মাধ্যমিক রাষ্ট্রবিজ্ঞান সাজেশন | Higher Secondary Political science Suggestion । রাষ্ট্রবিজ্ঞান বিষয়ে ভালো রেজাল্ট করতে হলে অবশ্যই পড়ুন আমাদের দ্বাদশ শ্রেণীর রাষ্ট্রবিজ্ঞান সাজেশন বই ।
আমরা WBCHSE উচ্চ মাধ্যমিক পরীক্ষার রাষ্ট্রবিজ্ঞান বিষয়ের – সম্মিলিত জাতিপুঞ্জ (চতুর্থ অধ্যায়) – দ্বাদশ শ্রেণির রাষ্ট্রবিজ্ঞান সাজেশন | West Bengal Class 12th Suggestion আলোচনা করেছি। আপনারা যারা এবছর দ্বাদশ শ্রেণির রাষ্ট্রবিজ্ঞান পরীক্ষা দিচ্ছেন, তাদের জন্য আমরা কিছু প্রশ্ন সাজেশন আকারে দিয়েছি. এই প্রশ্নগুলি পশ্চিমবঙ্গ দ্বাদশ শ্রেণির রাষ্ট্রবিজ্ঞান পরীক্ষা তে আসার সম্ভাবনা খুব বেশি. তাই আমরা আশা করছি HS রাষ্ট্রবিজ্ঞান পরীক্ষার সাজেশন কমন এই প্রশ্ন গুলো সমাধান করলে আপনাদের মার্কস বেশি আসার চান্স থাকবে।
Political science Class XII, Political science Class Twelve, WBCHSE, syllabus, HS Political science, দ্বাদশ শ্রেণি রাষ্ট্রবিজ্ঞান, ক্লাস টোয়েলভ রাষ্ট্রবিজ্ঞান, উচ্চ মাধ্যমিকের রাষ্ট্রবিজ্ঞান, রাষ্ট্রবিজ্ঞান উচ্চ মাধ্যমিক – সম্মিলিত জাতিপুঞ্জ (চতুর্থ অধ্যায়), দ্বাদশ শ্রেণী – সম্মিলিত জাতিপুঞ্জ (চতুর্থ অধ্যায়), উচ্চ মাধ্যমিক রাষ্ট্রবিজ্ঞান সম্মিলিত জাতিপুঞ্জ (চতুর্থ অধ্যায়), ক্লাস টেন সম্মিলিত জাতিপুঞ্জ (চতুর্থ অধ্যায়), HS Political science – সম্মিলিত জাতিপুঞ্জ (চতুর্থ অধ্যায়), Class 12th সম্মিলিত জাতিপুঞ্জ (চতুর্থ অধ্যায়), Class X সম্মিলিত জাতিপুঞ্জ (চতুর্থ অধ্যায়), ইংলিশ, উচ্চ মাধ্যমিক ইংলিশ, পরীক্ষা প্রস্তুতি, রেল, গ্রুপ ডি, এস এস সি, পি, এস, সি, সি এস সি, ডব্লু বি সি এস, নেট, সেট, চাকরির পরীক্ষা প্রস্তুতি, HS Suggestion, HS Suggestion , HS Suggestion , West Bengal Secondary Board exam suggestion, West Bengal Higher Secondary Board exam suggestion , WBCHSE , উচ্চ মাধ্যমিক সাজেশান, উচ্চ মাধ্যমিক সাজেশান , উচ্চ মাধ্যমিক সাজেশান , উচ্চ মাধ্যমিক সাজেশন, দ্বাদশ শ্রেণীর রাষ্ট্রবিজ্ঞান সাজেশান , দ্বাদশ শ্রেণীর রাষ্ট্রবিজ্ঞান সাজেশান , দ্বাদশ শ্রেণীর রাষ্ট্রবিজ্ঞান , দ্বাদশ শ্রেণীর রাষ্ট্রবিজ্ঞান, মধ্যশিক্ষা পর্ষদ, HS Suggestion Political science , দ্বাদশ শ্রেণীর রাষ্ট্রবিজ্ঞান – সম্মিলিত জাতিপুঞ্জ (চতুর্থ অধ্যায়) – সাজেশন | HS Class 12 Political science Suggestion PDF PDF, দ্বাদশ শ্রেণীর রাষ্ট্রবিজ্ঞান – সম্মিলিত জাতিপুঞ্জ (চতুর্থ অধ্যায়) – সাজেশন | HS Class 12 Political science Suggestion PDF PDF, দ্বাদশ শ্রেণীর রাষ্ট্রবিজ্ঞান – সম্মিলিত জাতিপুঞ্জ (চতুর্থ অধ্যায়) – সাজেশন | দ্বাদশ শ্রেণীর রাষ্ট্রবিজ্ঞান – সম্মিলিত জাতিপুঞ্জ (চতুর্থ অধ্যায়) – সাজেশন | HS Class 12 Political science Suggestion PDF PDF, দ্বাদশ শ্রেণীর রাষ্ট্রবিজ্ঞান – সম্মিলিত জাতিপুঞ্জ (চতুর্থ অধ্যায়) – সাজেশন | HS Class 12 Political science Suggestion PDF PDF,দ্বাদশ শ্রেণীর রাষ্ট্রবিজ্ঞান – সম্মিলিত জাতিপুঞ্জ (চতুর্থ অধ্যায়) – সাজেশন | HS Class 12 Political science Suggestion PDF PDF, দ্বাদশ শ্রেণীর রাষ্ট্রবিজ্ঞান – সম্মিলিত জাতিপুঞ্জ (চতুর্থ অধ্যায়) – সাজেশন | HS Class 12 Political science Suggestion PDF, HS Political science Suggestion PDF , West Bengal Class 12 Political science Suggestion PDF.
PDF Name : সম্মিলিত জাতিপুঞ্জ (চতুর্থ অধ্যায়) – দ্বাদশ শ্রেণীর রাষ্ট্রবিজ্ঞান সাজেশন | HS Class 12 Political science Suggestion PDF
Price : FREE
Download Link : Click Here To Download
এই (সম্মিলিত জাতিপুঞ্জ (চতুর্থ অধ্যায়) – দ্বাদশ শ্রেণীর রাষ্ট্রবিজ্ঞান সাজেশন | HS Class 12 Political science Suggestion PDF) পোস্টটি থেকে যদি আপনার লাভ হয় তাহলে আমাদের পরিশ্রম সফল হবে। আরোও বিভিন্ন স্কুল বোর্ড পরীক্ষা, প্রতিযোগিতা মূলক পরীক্ষার সাজেশন, অতিসংক্ষিপ্ত, সংক্ষিপ্ত ও রোচনাধর্মী প্রশ্ন উত্তর (All Exam Guide Suggestion, MCQ Type, Short, Descriptive Question and answer), প্রতিদিন নতুন নতুন চাকরির খবর (Job News in Political science) জানতে এবং সমস্ত পরীক্ষার এডমিট কার্ড ডাউনলোড (All Exam Admit Card Download) করতে winexam.in ওয়েবসাইট ফলো করুন, ধন্যবাদ।
কর্তার ভূত (গল্প) রবীন্দ্রনাথ ঠাকুর - একাদশ শ্রেণীর বাংলা সাজেশন Class 11 Bengali Kortar Bhoot…
তেলেনাপোতা আবিষ্কার (গল্প) প্রেমেন্দ্র মিত্র - একাদশ শ্রেণীর বাংলা সাজেশন Class 11 Bengali Telenapota Abiskar…
ডাকাতের মা (গল্প) সতীনাথ ভাদুড়ী - একাদশ শ্রেণীর বাংলা সাজেশন Class 11 Bengali Dakater Maa…
নীলধ্বজের প্রতি জনা (কবিতা) মাইকেল মধুসূদন দত্ত - একাদশ শ্রেণীর বাংলা সাজেশন Class 11 Bengali…
বাড়ির কাছে আরশীনগর (কবিতা) লালন ফকির - একাদশ শ্রেণীর বাংলা সাজেশন Class 11 Bengali Barir…
নুন (কবিতা) জয় গোস্বামী - একাদশ শ্রেণীর বাংলা সাজেশন Class 11 Bengali Nun Suggestion PDF…