গুপ্ত রাজবংশ (প্রাচীন ভারত) ইতিহাস প্রশ্ন ও উত্তর | History Question and Answer PDF

0
গুপ্ত রাজবংশ (প্রাচীন ভারত) ইতিহাস প্রশ্ন ও উত্তর | History Question and Answer PDF
গুপ্ত রাজবংশ (প্রাচীন ভারত) ইতিহাস প্রশ্ন ও উত্তর | History Question and Answer PDF

গুপ্ত রাজবংশ (প্রাচীন ভারত) ইতিহাস প্রশ্ন ও উত্তর | History Question and Answer

গুপ্ত রাজবংশ (প্রাচীন ভারত) ইতিহাস প্রশ্ন ও উত্তর | History Question and Answer : বন্ধুরা, আজকে আপনাদের জন্য আলোচনা করা হলো গুপ্ত রাজবংশ (প্রাচীন ভারত) ইতিহাস প্রশ্ন ও উত্তর | History Question and Answer । স্কুল, কলেজ ও সমস্ত সরকারি চাকরীর পরীক্ষাতে বা প্রতিযোগিতা মূলক পরীক্ষার জন্য (All Comparative Exam: WBPSC, WBCS, WBP SI, WBP Constable, SSC, School Service, Railway exam etc) গুপ্ত রাজবংশ (প্রাচীন ভারত) ইতিহাস খুবি গুরুত্বপূর্ণ একটি বিষয়। এই গুপ্ত রাজবংশ (প্রাচীন ভারত) ইতিহাস প্রশ্ন ও উত্তর | History Question and Answer পড়লেই নিশ্চিত কমন পাবেন।

  ইতিহাসে ভালো রেজাল্ট করতে হলে অবশ্যই পড়ুন এই গুপ্ত রাজবংশ (প্রাচীন ভারত) ইতিহাস প্রশ্ন ও উত্তর | History Question and Answer in Bengali । আপনারা যারা বিভিন্ন পরীক্ষার জন্য গুপ্ত রাজবংশ (প্রাচীন ভারত) ইতিহাস প্রশ্ন ও উত্তর | History Question and Answer in Bengali খুঁজে চলেছেন, তারা নিচে দেওয়া প্রশ্ন ও উত্তর ভালো করে পড়তে পারেন। সাথে পিডিফ ফাইলের ডাউনলোড (PDF File Download) লিঙ্ক নীচে দেওয়া হয়েছে।

গুপ্ত রাজবংশ (প্রাচীন ভারত) ইতিহাস

গুপ্ত রাজবংশ : কুষাণ সাম্রাজ্যের পতনের পর কুষাণ এবং সাতবাহন এই উভয়ের পূর্ববর্তী রাজ্য নিয়ে গুপ্ত সাম্রাজ্য প্রতিষ্ঠিত হয় । এই রাজবংশের প্রথম দুজন রাজা হলেন শ্রীগুপ্ত এবং ঘটোৎকচ । 

প্রথম চন্দ্রগুপ্ত ( ৩১৯-৩৩৫ খ্রিস্টাব্দ ) : 

  • গুপ্ত বংশের প্রাতকৃতী রাজা হলেন প্রথম চন্দ্রগুপ্ত । 
  • ৩১৯-৩২০ খ্রিস্টাব্দে গুপ্ত যুগ শুরু হয়েছিল । নেপালের লিচ্ছবি রাজবংশের রাজকুমারী কুমার দেবীকে বিবাহ করে তিনি তার রাজ্য ও পদমর্যাদা বৃদ্ধি করেন । 
  • তিনি মহারাজাধিরাজ ’ উপাধি গ্রহণ করেছিলেন ।
  • নিজের দুই নামেই তিনি মুদ্রার প্রচলন করেন । তার রানি এবং লিচ্ছবি রাজবংশ তার বিবাহের স্বীকৃতি প্রদান করে । 

সমুদ্রগুপ্ত ( ৩৩৫-৩৭৫ খ্রিস্টাব্দ ) :

  • চন্দ্রগুপ্তের পুত্র এবং উত্তরসূরি সমুদ্রগুপ্তের আমলে গুপ্ত রাজবংশের বিশাল বৃদ্ধি ঘটে । তার সভাকবি হরিসেন সমুদ্রগুপ্তের পৃষ্ঠপােষকতার সেনাবাহিনীর বৃদ্ধি সমুদ্রগুপ্তের জনসাধারণও দেশজয়ের কথা লিখে গিয়েছেন । 
  • সমুদ্রগুপ্ত যুদ্ধ এবং রাজ্য জয়ের নীতিতে বিশ্বাসী ছিলেন । এবং তার বীরত্ব ও যুদ্ধ পরিচালনার জন্য তাঁকে ঐতিহাসিক ভি , এ , স্মিথ ভারতের । নেপােলিয়ান বলে অভিহিত করেছেন । 
  • কথিত আছে সমুদ্রগুপ্ত উচ্চধরনের অসংখ্য কবিতা । লিখেছিলেন । তার প্রচলিত মুদ্রায় বীণাবাদনরত Gupta Empire সমুদ্রগুপ্তের মূর্তির সন্ধান পাওয়া গিয়েছে । তিনি অশ্বমেধ যজ্ঞের অনুষ্ঠান করেছিলেন । 
  • তিনি কবিরাজ এবং বিক্রমাঙ্ক উপাধি গ্রহণ করেছিলেন । 
  • বসুবন্ধু নামে নামী বৌদ্ধ পণ্ডিত তার মন্ত্রী ছিলেন ।
  • শ্রীলঙ্কার শাসক মেঘবর্মনের কাছ থেকে ধর্মপ্রচারের Bengal জন্য লােক এবং অনুমতি নিয়ে গয়ায় বৌদ্ধ মন্দির নির্মাণের মত দিয়েছিলেন । 

দ্বিতীয় চন্দ্রগুপ্ত ( ৩৮০-৪১৩ খ্রিস্টাব্দ ) :

  • সমুদ্রগুপ্তের উত্তরসূরি ছিলেন রামগুপ্ত কিন্তু চন্দ্রগুপ্ত দ্বিতীয় তাকে হত্যা করেন এবং তার রানি ধুবদেবীকে বিবাহ করেন ।
  • নাগাদের সঙ্গে তিনি বিবাহসূত্রে আবদ্ধ হন ( নাগারা উত্তর ও মধ্য ভারতের অধিবাসী ) এবং তিনি রাজকুমার কুবেরঙ্গাকে ভাকটকা পরিবারে দ্বিতীয় রুদ্রসেনের কন্যা প্রভাবতীর সঙ্গে বিবাহ দেন।
  • উজ্জয়িনীর ক্ষত্রিয় রাজা তৃতীয় রুদ্রসেনাকে পরাজিত করে তিনি বিক্রমাদিত্য উপাধি ধারণ করেন । তিনি সিংহ বিক্ৰম উপাধিও ধারণ করেছিলেন । 
  • তিনিই প্রথম শাসক যিনি রুপার মুদ্রার প্রচলন করেন এবং তামার মুদ্রার প্রচলনও তিনি করেছিলেন । নিউদিল্লির কুতবমিনারের কাছে লৌহস্তম্ভের উৎকীর্ণ লিপিতে রাজা চন্দ্রগুপ্তের নাম উল্লেখ আছে ( অনেক চন্দ্রগুপ্তের মধ্যে দ্বিতীয় চন্দ্রগুপ্তের কথাই বলা হয়েছে ) । 
  • নয়জন রত্ন তাঁর রাজসভা অলংকৃত করতেন ( নবরত্ন ) । নবরত্নের মধ্যে ছিলেন কালিদাস , অমরসিংহ , বরাহমিহির এবং ধন্বন্তরী । 
  • এই সময়ে চৈনিক পরিব্রাজক ফা – হিয়েন ভারতে এসেছিলেন । 

প্রথম কুমারগুপ্ত ( ৪১৩-৪৫৫ খ্রিস্টাব্দ ) :

  • প্রথম কুমারগুপ্ত ‘ মহেন্দ্রাদিত্য ‘ খেতাব গ্রহণ করেছিলেন ।
  • প্রাচীন ভারতের প্রসিদ্ধ নালন্দা বিশ্ববিদ্যালয় তিনিই প্রতিষ্ঠা করেন । 
  • দেবাদিদেব শিবের পুত্র কার্তিকেয় – র তিনি উপাসনা করতেন । 
  • তুরস্ক – মােঙ্গল জাতি হুনদের আক্রমণে তার সাম্রাজ্যের শান্তি ও প্রগতি বিঘ্নিত হয়েছিল । হুনদের । বিরুদ্ধে যুদ্ধে কুমারগুপ্ত নিহত হন । 

স্কন্দগুপ্ত ( ৪৫৫-৪৬৭ খ্রিস্টাব্দ ) :

  • প্রথম কুমারগুপ্তের উত্তরসূরি ছিলেন স্কন্দগুপ্ত । তিনি সাফল্যের সঙ্গে হুনদের মােকাবিলা করেছিলেন । 
  • সুদর্শন হ্রদ তিনি পুনরুদ্ধার করেছিলেন । 
  • তার মৃত্যুর পর গুপ্তযুগ শেষ হয় । সাম্রাজ্য বর্তমান ছিল কিন্তু কেন্দ্রীয় নিয়ন্ত্রণ দুর্বল হয়ে পড়ে । এবং উত্তরাধিকারী সূত্রে স্থানীয় শাসনকর্তারা মাথা চাড়া দিয়েছিল । 

গুপ্তসাম্রাজ্যের পতন :

স্কন্দগুপ্তের দুর্বল উত্তরসূরিরা হুনদের ক্রমবর্ধমান শক্তিকে দমন করতে পারেননি । বিহার , বাংলা এবং বল্লভী প্রভৃতি স্থানে জায়গিরদারদের উদ্ভব হয়েছিল । মিহিরকুল ছিলেন বিখ্যাত হুন রাজা । মিহিরকুলকে বৌদ্ধধর্মের হিংস্র নিগ্রহকারী হিসাবে হিউয়েন সাঙ বর্ণনা করেছেন । মালওয়ার গুপ্তবংশের যশােবর্ধন নামে এক জায়গিরদারের হাতে মিহিরকুল নিহত হন । 

গুপ্ত শাসনকর্তাদের অবদান :

শাসনব্যবস্থা – 

  • রাজাদের বলা হত পরমেশ্বর , মহারাজাধিরাজ বা পরমভট্টারক । 
  • সর্বাপেক্ষা গুরুত্বপূর্ণ রাজকর্মচারীগণ ছিল কুমারামাত্য । 
  • সেনাবাহিনীর সংগঠন ছিল সামন্ততান্ত্রিক বা জায়গিরদার ভিত্তিক যদিও সম্রাটের মজুত সেনাবাহিনী । ছিল প্রাচীন । ভারতে তারা স্বর্ণমুদ্রার প্রচলন করেছিল । এগুলিকে বলা হত দিনারা , রৌপ্য । মুদ্রাগুলিকে বলা হত রুপায়কা ।

সামাজিক উন্নয়ন : 

  • জাতিশ্রেণি কয়েকটি উপজাতি শ্রেণিতে বিভক্ত ছিল ।
  • ভিস্তি অর্থাৎ বলপূর্বক শ্রমিক প্রথা চালু ছিল । 
  • স্ত্রীলােকদের অংশগ্রহণ প্রথা অস্বীকার করা হয়েছিল । 
  • মধ্যপ্রদেশের ইরানে সতীদাহ প্রথা প্রচলন হল এর প্রথম উদাহরণ । 
  • শূদ্রদের অবস্থা বাস্তবিকভাবে উন্নত হয়েছিল । 
  • অস্পৃশ্য প্রথা চালু ছিল বিশেষত চণ্ডালদের ঘৃণা করা হত । 
  • ফা – হিয়েনের বিবরণে জানা যায় যে চণ্ডালেরা গ্রামের বাইরে বাস করত এবং উচ্চশ্রেণি জাতির কাছ থেকে দুরে থাকত । 
  • কুমারগুপ্তের রাজত্বকালে বৌদ্ধ সন্ন্যাসীদের জন্য নালন্দা বিশ্ববিদ্যালয় স্থাপিত । 

ধর্ম :

  • এই সময়কালে ভাগবদগীতা লেখা হয়েছিল । বৌদ্ধধর্ম অস্বীকৃত হয়েছিল ।
  • ভাগবতধর্মের মাধ্যমে বিয়ু বা ভাগবত পূজা চারিদিকে শুরু হয়েছিল । 
  • ইতিহাসে বিষ্ণুর দশ অবতার চক্রের কথা বলা হয়েছে । 
  • পুতুল পূজা এক সাধারণ বিষয়রূপে উপস্থাপিত হয়েছিল । 
  • গুপ্তযুগে স্থাপত্যের নিদর্শন হল ঝাসির নিকট দেওঘরে বিষ্ণুমন্দির , সাঁচির নিকট ছােটো মন্দির । এবং কানপুরের নিকট ভিত্রাগাঁওয়ে ইটের তৈরি মন্দির নির্মাণ । 

শিল্পকলা :

  • সমুদ্রগুপ্ত তার বীণাবাদনরত মূর্তি মুদ্রায় উপস্থাপিত করেছিলেন । মথুরা বিদ্যালয়ে দু মিটার উচ্চ ব্রোঞ্জের তৈরি বুদ্ধমূর্তি , গােলধারবুদ্ধ শৈত্যের মুখােশ পড়া বুদ্ধমূর্তি উপস্থাপন করেছিল যখন মথুরা বিদ্যালয় থেকে বুদ্ধকে উন্নতা ও জীবনীশক্তির প্রতীক হিসাবে গণ্য করা হয়েছিল । সারনাথে বুদ্ধদেব ধর্মচক্রের উপর উপবিষ্ট আছেন এমন মূর্তি নির্মাণ । গুপ্তযুগে ব্যামিয়ানদের বুদ্ধমূর্তি নির্মাণ।
  • এই সময়কালে মধ্যপ্রদেশের গােয়ালিয়রের নিকট বাঘ – এ এবং অজন্তায় চিত্রাঙ্কন তৈরি । 
  • এই সময়কালে বিষ্ণু , শিব এবং অন্যান্য হিন্দু দেবদেবীর মূর্তির উপস্থাপনা হয়েছিল । 

সাহিত্য :

  • এই সমকালের মহান সংস্কৃত ভাষায় নাট্যকার হলেন মহাকবি কালিদাস । তাঁর গ্রন্থগুলি হল অভিজ্ঞানশকুন্তলম্ ( বিশ্বে অন্যতম এক সাহিত্যিক বলে বিবেচিত এবং অন্যতম ভারতীয় সাহিত্য যা ইউরােপীয় ভাষায় অনূদিত এবং অন্যান্য সাহিত্য ভাগবতগীতা অবলম্বনে লিখিত ) , অন্যান্য গ্রন্থ হল ঋতুসংহার , মেঘদূত , কুমারসম্ভবম , মালবিকাগ্নিমিত্র , রঘুবংশ — এগুলি মহাকাব্য ও নাটক । ভারতীয় ( কিরা ও অর্জুনীয় ) কালিদাস ব্যতীত শূদ্রক ( মৃচ্ছকটিক এর লেখক ) দানদীন কাব্যদর্শন , এবং দশকুমার চরিত এই সময়ের চরিত্র । এই সময়ে ভাস কর্তৃক ১৩ খানি নাটক লিখিত হয়েছিল । এগুলির মধ্যে উল্লেখযােগ্য হল — চারুদত্ত । 
  • বিশাখাদত্ত লিখিত মুদ্রারাক্ষস এবং দেবীচন্দ্রগুপ্ত ।
  • বিশর্মা লিখিত পঞ্চতন্ত্র এবং হিতােপদেশ । 
  • গুপ্তযুগেই লিখিত হয়েছে পানিনি ও পতঞ্জলির উন্নত ধরনের সংস্কৃত ব্যাকরণ । এই সময়কালেই অমর সিংহ কর্তৃক সংকলিত অমরকোশ প্রকাশিত হয়েছে । 
  • চতুর্থ খ্রিস্টাব্দে প্রায় সম্পূর্ণ হয়েছে রামায়ণ ও মহাভারত লেখা । 

বিজ্ঞান ও প্রযুক্তি : 

  • অঙ্কশাস্ত্র এবং জ্যোতির্বিজ্ঞান বিষয়ে অবিসংবাদিত কৃতিত্ব গুপ্তযুগেই ঘটেছিল । মহান গণিতবিদ আর্যভট্ট লিখেছিলেন আর্যভট্টীয় এবং সূর্যসিদ্ধান্ত । আর্যভট্টীয়তে তিনি প্রথম নয়টি সংখ্যা এবং শুন্য – র স্থানীয় মান – এর বর্ণনা দিয়েছেন । তিনি পাই – এর মান – এর গণনা করেছেন এবং বীজগণিতের মান নির্ণয় করেছেন । তিনিই প্রমাণ করেন যে পৃথিবী তার মেরুদণ্ডের উপর সূর্যকে প্রদক্ষিণ করছে । এই ভাবে তিনি আবিষ্কার করেন সূর্যগ্রহণ ও চন্দ্রগ্রহণ এবং গ্রহণ ঘটায় সময়ের হিসাব তিনিই করেন । তিনি আরও বলেন যে সৌরজগতে চাঁদের মতাে গ্রহ এবং আলাের প্রতিফলনে তারা আলােকিত হয় । 
  • বরাহমিহির লিখেছিলেন পসিদ্ধান্তিকা এবং বৃহৎসংহিতা । তিনি বলেছিলেন যে চাদ পৃথিবীর চারিদিকে ঘুরছে এবং পৃথিবী ও চাদ উভয়েই সূর্যের চারিদিকে ঘুরছে । ব্রহ্মগুপ্তও ছিলেন এক মহান গণিতবিদ । তিনি ব্রহ্মস্ফটিক সিদ্ধান্ত লিখেছিলেন এবং এর মধ্যেই তিনি মাধ্যাকর্ষণ । আভাস দিয়েছিলেন। 
  • জ্যোতির্বিজ্ঞানের বিষয়ে রােমাকাসিদ্ধান্ত সংকলিত হয়েছিল । 
  • আয়ুর্বেদিক ভেষজ ক্ষেত্রে বিখ্যাত চিকিৎসক ছিলেন ভগভট্ট ।
  • পালাকাপিয়া লিখেছিলেন হাতির অসুখের চিকিৎসার জন্য হস্তীয়গর্বেদ ।
  • রাজ ভাষা ছিল সংস্কৃত । 
  • আয়ুর্বেদ বিশেষজ্ঞ ছিলেন ধন্বন্তরী ।

FILE INFO : গুপ্ত রাজবংশ (প্রাচীন ভারত) ইতিহাস প্রশ্ন ও উত্তর | History Question and Answer with PDF Download for FREE

PDF Name : গুপ্ত রাজবংশ (প্রাচীন ভারত) ইতিহাস | History Question and Answer PDF

Formet : PDF File

Price : Free

Download Link : Click Here To Download

Get the History Suggestion Question and Answer by winexam.in

 West Bengal and All India Job preparation  Suggestion Question and answer prepared by expert subject teachers. History Suggestion with 100% Common in the Examination.

History Suggestion Question and Answer

History Suggestion Question and Answer Download. History short question suggestion. All Comparative exam History Suggestion  download. History All exam Question Paper  download.

গুপ্ত রাজবংশ (প্রাচীন ভারত) ইতিহাস প্রশ্ন ও উত্তর – History Question and Answer in Bengali

গুপ্ত রাজবংশ (প্রাচীন ভারত) ইতিহাস – প্রশ্ন উত্তর | গুপ্ত রাজবংশ (প্রাচীন ভারত) ইতিহাস প্রশ্ন ও উত্তর (History Question and Answer in Bengali) । গুপ্ত রাজবংশ (প্রাচীন ভারত) ইতিহাস – প্রশ্ন উত্তর | গুপ্ত রাজবংশ (প্রাচীন ভারত) ইতিহাস প্রশ্ন ও উত্তর (History Question and Answer in Bengali)।

গুপ্ত রাজবংশ (প্রাচীন ভারত) ইতিহাস সাজেশন – History Suggestion

গুপ্ত রাজবংশ (প্রাচীন ভারত) ইতিহাস সাজেশন পশ্চিমবঙ্গ তথা ভারতবর্ষের সমস্ত চাকরির পরীক্ষার সিলেবাস বা পাঠ্যসূচি অনুযায়ী  গুপ্ত রাজবংশ (প্রাচীন ভারত) ইতিহাস বিষয়টির সমস্ত প্রশ্নোত্তর। সামনেই পরীক্ষা, তার আগে winexam.in শিক্ষার্থীদের সুবিধার্থে নিয়ে এল গুপ্ত রাজবংশ (প্রাচীন ভারত) ইতিহাস – প্রশ্ন উত্তর । ইতিহাসে ভালো রেজাল্ট করতে হলে অবশ্যই পড়ুন । আমাদের গুপ্ত রাজবংশ (প্রাচীন ভারত) ইতিহাস প্ৰশ্ন ও উত্তর

গুপ্ত রাজবংশ (প্রাচীন ভারত) ইতিহাস – প্রশ্ন ও উত্তর | History Suggestion Question and Answer with FREE PDF Download

WBCS History, School Service History, SSC History, History GK, History Quiz, History QNA, History FAQ, বিভিন্ন পরীক্ষা প্রস্তুতি, রেল, গ্রুপ ডি, এস এস সি, পি, এস, সি, সি এস সি, ডব্লু বি সি এস, নেট, সেট, চাকরির পরীক্ষা প্রস্তুতি, গুপ্ত রাজবংশ (প্রাচীন ভারত) ইতিহাস ,  গুপ্ত রাজবংশ (প্রাচীন ভারত) ইতিহাস প্রসব ও উত্তর, গুপ্ত রাজবংশ (প্রাচীন ভারত) ইতিহাস | History Suggestion PDF, 

  এই “গুপ্ত রাজবংশ (প্রাচীন ভারত) ইতিহাস | History PDF” পোস্টটি থেকে যদি আপনার লাভ হয় তাহলে আমাদের পরিশ্রম সফল হবে। আরোও বিভিন্ন স্কুল বোর্ড পরীক্ষা, প্রতিযোগিতা মূলক পরীক্ষার সাজেশন, অতিসংক্ষিপ্ত, সংক্ষিপ্ত ও রোচনাধর্মী প্রশ্ন উত্তর (All Exam Guide Suggestion, MCQ Type, Short, Descriptive Question and answer), প্রতিদিন নতুন নতুন চাকরির খবর (Job News in Physical Science) জানতে এবং সমস্ত পরীক্ষার এডমিট কার্ড ডাউনলোড (All Exam Admit Card Download) করতে winexam.in ওয়েবসাইট ফলো করুন, ধন্যবাদ।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here